IT Help Desk > IT Forum

উইন্ডোজ ৮ দিয়ে শেষ হতে পারে উইন্ডোজের পথচ

(1/1)

Mohammed Abu Faysal:
                                                                             উইন্ডোজ ৮ দিয়ে শেষ হতে পারে উইন্ডোজের পথচলা


উইন্ডোজ এইট মাইক্রোসফট উইন্ডোজ সিরিজের শেষ ওএস হতে চলেছে। সেলসফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেনিওফ নতুন এ অপারেটিং সিস্টেম (ওএস) মাইক্রোসফট উইন্ডোজ সিরিজের শেষ ওএস হতে চলেছে বলে তিনি মনে করেন। উইন্ডোজ এইটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। বর্তমানে মোবাইল ডিভাইসের জনপ্রিয়তার কারণে পিসি বাজার আর আগের মতো ভালো অবস্থায় নেই। ফলে পিসি যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো আর্থিক লোকসানের শিকার হচ্ছে। এ অবস্থায় ২৬ অক্টোবর বাজারে আসবে উইন্ডোজ এইট। ট্যাবলেট-বান্ধব ওএসটি পিসিতেও চলবে। এ কারণে ওএসটি নিয়ে পিসি প্রস্তুতকারীরাও বেশ আশাবাদী। তবে মাইক্রোসফট উইন্ডোজ এইটের প্রিভিউ ব্যবহারকারীদের বেশির ভাগই এর নতুন ইন্টারফেসের সমালোচনায় মুখর। ইন্টারফেসটি বেশি জটিল হয়েছে বলে তারা মন্তব্য করেন।

Navigation

[0] Message Index

Go to full version