Educational > You need to know

জগতের প্রথম আলো দেখেছিল জেলিফিশ!

(1/1)

Badshah Mamun:
জগতের প্রথম আলো দেখেছিল জেলিফিশ!

জগতের প্রথম আলো কে দেখেছিল? এ কৌতূহল মেটাতে বিজ্ঞানীদের চেষ্টার বিরাম নেই। অবশেষে এ অনুসন্ধানে সফল হওয়ার কথা দাবি করছেন তাঁরা। বিজ্ঞানীরা বলছেন, আজ থেকে ৭০ কোটি বছর আগে আলো শনাক্ত করতে সক্ষম হয়েছিল জেলিফিশ।
প্রাণীদের মধ্যে ‘নিডারিয়ানস’ বর্গের জেলিফিশ সর্বপ্রথম চোখ পেয়েছিল। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ সায়েন্সেস পরিচালিত গবেষণার ফলাফলে এমন চিত্রই ফুটে উঠেছে। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ডেইলি মেইল।
প্রাণীরা প্রথম কবে ও কীভাবে আলো দেখার প্রক্রিয়া শুরু করেছিল, এর বিস্তারিত চিত্র তুলে ধরতে এ গবেষণায় অংশ নিয়েছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ডেভিড পিসানি। কম্পিউটারের সহায়তায় বিভিন্ন প্রাণীর জেনোমিক তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর জেলিফিশকেই প্রথম আলো শনাক্তকারী প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে।

Source: http://prothom-alo.com/detail/date/2012-10-31/news/301686

Navigation

[0] Message Index

Go to full version