Career Development Centre (CDC) > Career Opportunity

বাংলাদেশে গড়ালো গুগলের চাকা

(1/2) > >>

najnin:
কান্ট্রি কনসালটেন্ট নিয়োগ দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত ইন্টারনেট কোম্পানি গুগল ইনকরপোরেট।

বাংলাদেশে ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবাদাতা বিশ্বের অন্যতম শীর্ষ এ প্রতিষ্ঠানের কাজ দেখভাল করবেন কাজী মনিরুল কবির, যিনি এর আগে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ছিলেন।
এছাড়া গ্রামীণ ফোনের সাত সদস্যের ম্যানেজমেন্ট কমিটি ও জিপিআইটি পর্ষদেও দায়িত্ব পালন করেন মনিরুল।
সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে গুগলের নতুন পদে যোগ দেন।
বার্লিন স্কুল অব ক্রিয়েটিভ লিডারশিপ থেকে এমবিএ মনিরুল বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলালিংক ও রহিম আফরোজসহ বেশি কয়েকটি কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
অবশ্য গুগল এখনই বাংলাদেশে পুরোদমে কাজ শুরু করছে না। আপাতত তারা বাংলাদেশের বাজারের সব দিক বুঝে নিতে চায়। বর্তমানে বিশ্বের ৪৯টি দেশে নিজস্ব সেবা ও পণ্য বিক্রি করছে গুগল।
জনসংযোগ পেশায় দক্ষতার জন্য সুনাম অর্জন করা মুনিরুল বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবেন, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে খানিকটা দূরত্ব রাখাই যাদের রেওয়াজ।
“হ্যাঁ, আমি গ্রামীণ ফোন ছেড়ে গুগলের কান্ট্রি কনসালটেন্ট হিসাবে কাজ শুরু করছি। আমি দারুণ এক্সাইটেড”, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন মুনিরুল।
বিভিন্ন বড় বড় কোম্পানির সেলস, কর্পোরেট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিভাগে কাজ করে আসা মুনিরুল তার নতুন মিশনে নতুন চ্যালেঞ্জ নেয়ার অপেক্ষায় আছেন। গুগল তাদের কর্পোরেট পণ্য বিক্রির ক্ষেত্রে অনেকটাই ই-কমার্স ব্যবস্থাপনার ওপর নির্ভর করে থাকে।
ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব ও মেইল আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম জিমেইলের মতো সেবা বিনা পয়সায় দেয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কর্পোরেট সল্যুশনস বিক্রি করে গুগল। গুগলের আয়ের একটি অংশ আসে বিভিন্ন কোম্পানির কাছে সার্চ টেকনোলজি বিক্রির মাধ্যমে।
গুগল বাংলাদেশে যাত্রা শুরু করায় এ দেশে মোবাইল ও ইন্টারনেট অ্যাপসের বাজারও চাঙ্গা হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, আর তিন বছরের মধ্যে বিশ্বে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারকারীদের ছাড়িয়ে যাবে। বাংলাদেশ এরইমধ্যে সেই অবস্থায় পৌঁছে গেছে।
আর এ কারণেই সাম্প্রতিক দিনগুলোতে আনড্রয়েড অপারেটিং সিস্টেমসহ মোবাইল ফোন সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যের ব্যবসায় অনেক বেশি মনোযোগী হয়েছে গুগল।


Source: http://bit.ly/TtKEin

sazirul:
It must be helpful for Adsense user.

tamim_saif:
Now-a-days we should emphasize ourselves on manipulation of programming for Android os.

Thanks for the post.

suvro007:
nice ;D

saimonh:
983606

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version