IT Help Desk > Open Source Forum

স্মার্ট প্রযুক্তির সড়ক!

(1/1)

Mohammed Abu Faysal:
প্রযুক্তির ছোঁয়া যখন সবখানেই লাগছে তখন সড়ক বা রাস্তাই বা বাদ যাবে কেন? সম্প্রতি নেদারল্যান্ডসের গবেষকেরা রাস্তা তৈরিতে এমন প্রযুক্তির ব্যবহার শুরু করতে যাচ্ছেন যা একাধারে হবে পরিবেশবান্ধব আবার তা চালককে দুর্ঘটনার হাত থেকেও বাঁচাবে পারবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।
২০১৩ সাল নাগাদ আধুনিক প্রযুক্তির এ ‘স্মার্ট রোড’ তৈরিতে কাজ শুরু করবে নেদারল্যান্ডস। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে এ প্রযুক্তির রাস্তা তৈরি হবে।
স্মার্ট-রোডের নকশা করেছেন ড্যান রুসগ্রাস। তাঁর ধারণা, ‘এখন গাড়ির পাশাপাশি রাস্তায় স্মার্ট প্রযুক্তি যুক্ত করার সময় এসেছে। এ প্রযুক্তি ব্যবহারে রাস্তা থেকেই প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন চালক।
ড্যান রুসগ্রাস জানিয়েছেন, রাস্তা তৈরির উপাদান হিসেবে ফটো-লুমিনাইজিং পাউডার ব্যবহার করা হবে। এ পাউডার সৌরশক্তি থেকে চার্জ গ্রহণ করে এবং রাতের বেলা আলো তৈরি করতে পারে। এর ফলে রাস্তায় ব্যবহূত বিভিন্ন চিহ্ন অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করবে।
পাউডারের পাশাপাশি রাস্তা তৈরিতে বিশেষ ধরনের পেইন্ট বা রং ব্যবহার করা হবে, যা রাস্তায় তুষারপাতের বিষয়টি ফুটিয়ে তুলবে। এ থেকে রাস্তা কতটুকু পিচ্ছিল সে ধারণাও পাবেন চালক।
এ ছাড়াও আগামী পাঁচ বছরের মধ্যে স্মার্ট রোডে এমন সব প্রযুক্তি যুক্ত করা হবে; যার মাধ্যমে রাস্তায় চলার সময়ই বৈদ্যুতিক গাড়ির চার্জ হয়ে যাবে। এ ছাড়া রাস্তা জানিয়ে দেবে আবহাওয়া, তাপমাত্রা সংক্রান্ত বিভিন্ন তথ্য।

sazirul:
Great post. Thanks for sharing. After all we have to wait another 100 years.  ???

bcdas:
Really smart post.......carry on...........

Navigation

[0] Message Index

Go to full version