ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় এশিয়া অঞ্চলের (ঢাকা সাইট) আন্তর্জাতিক মর্যাদা পূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতায় এসিএম - আইসিপিসি (অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারিজ ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেষ্ট) - ২০১২ এর প্রাথমিক পর্যায় সম্পন্ন হয়েছে । গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়টিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় এবার প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শীর্ষস্থান অর্জন করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাথমিক পর্বে বাংলাদেশের ৬৪টি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আইটি ইন্সটিটিউটের ৪১৯ টি দল অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে, এ যাবত বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম সর্ববৃহৎ অন লাইন প্রতিযোগিতা যা মূল পর্বের আগে অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বক্ষণিক তত্ত্বাবধানে এবং এসিএম-আইসিপিসির ঢাকা বিচারক প্যানেলের তত্ত্বাবধানে প্রিলিমিনারী রাউন্ড এর অনলাইন প্রতিযোগিতা বিকাল ৩টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে।
প্রোগ্রামিং প্রতিযোগিতার পরিচালক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন জানান, প্রিলিমিনারী রাউন্ড থেকে সর্বোচ্চ ১৫০ টি দল নির্বাচন করা হবে ঢাকা অঞ্চলের এসিএম-আইসিপিসি ২০১২ এর মূলপর্বে অংশ গ্রহণের জন্য যা আগামী ৮ ডিসেম্বর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে।
পাশাপাশি বিদেশী দল থাকবে ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং মালয়েশিয়া থেকে।
তিনি আরো বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় এবারের আয়োজন হবে এশিয়ার মধ্যে এ যাবত কালের সবচেয়ে বড় আঞ্চলিক প্রতিযোগিতার আসর এবং বাংলাদেশের ইতিহাসেও এই প্রথমবারের মত এত বৃহৎ পরিসরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি দল আগামী ২০১৩ সালের জুন ৩০ থেকে জুলাই ৪ তারিখ রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের স্বাগতিকতায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফাইনালস ২০১৩ এর মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রাথমিক পর্যায়ের বিচারক এর দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অধ্যাপক ডঃ এম কায়কোবাদ, প্রোগ্রামিং প্রতিযোগিতার পরিচালক (বিচারক) শাহরিয়ার মনজুর, এসিএম কাউন্সিল বাংলাদেশের প্রধান সমন্বয়কারী অধ্যাপক আবুল এল হক এবং মুক্ত সফটওয়ার লিমিটেডের মোহাম্মদ মাহমুদুর রহমান, সহকারী পরিচালক (বিচারক) এবং টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারী পরিচালক (আইটি) নাদির বিন আলী।
এবারের প্রোগ্রামিং কনটেস্টটিকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আগামী ওয়ার্ল্ড ফাইনালে ভাল করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করা হয়েছে।
এই প্রতিযোগিতার সকল তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে,
এবং ফেসবুকে পাওয়া যাবে
Source:Internet