Entertainment & Discussions > Football

অবসরের চিন্তা নেই ক্যালিসের মনে

(1/1)

tamim_saif:
ঢাকা, নভেম্বর ১৩ -- গত মাসে পূর্ণ করেছেন ৩৭ বছর। এখন তো তার মনে অবসরের চিন্তা উঁকি দেয়ার কথা। কিন্তু এখনই অবসর নিয়ে ভাবছেন না সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

সোমবার পর্যন্ত টেস্ট ক্রিকেটে ১২,৭৮৮ রান করা, ২৮০ উইকেট নেয়া ও ১৮৯টি ক্যাচ ধরা ক্যালিসের টেস্ট অভিষেক ১৯৯৫ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে, ডারবানে। টেস্ট আঙিনায় প্রায় ১৭ বছর কাটিয়ে দিলেও ক্রিকেট-জীবনের সমাপ্তি টানার ইচ্ছা আপাতত তার মনে নেই। এখনও পর্যন্ত অবসরের কোনো ইঙ্গিত দেননি ক্যালিস।

নিজের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, “যেভাবে খেলছি তাতে আমি খুশি। আমার ধারণা বছর দুয়েক ধরে আমি বেশ ভালো খেলছি।”

“আশা করি ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। তবে সেজন্য ভাগ্যের সহায়তাও লাগবে। তাহলেই অনেক দিন তা (ধারাবাহিকতা) অব্যাহত থাকবে,” যোগ করেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার।

Navigation

[0] Message Index

Go to full version