Religion & Belief (Alor Pothay) > Allah: My belief
ইসলামের নানা বিষয় ও বাংলায় হাদিস
(1/1)
bipasha:
জুনদুব আল-আলাকী (রাহঃ) হতে বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি লোকসমাজে প্রচারের উদ্দেশ্যে নেক আমল করে, আল্লাহ তাআলা তার কর্মের প্রকৃত উদ্দেশ্যের কথা লোকদের শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে কোনো সৎক
াজ করে, আল্লাহ তাআলাও তার প্রকৃত উদ্দেশ্যের কথা লোকদের মাঝে প্রকাশ করে দিবেন।
{সহীহ বুখারী, হাদীস : ৬৪৯৯; সহীহ মুসলিম, হাদীস : ২৯৮৭}
## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।
Navigation
[0] Message Index
Go to full version