IT Help Desk > News and Product Information

বাজারে আসছে স্যামস্যাং এর নতুন ফোন – Galaxy Premier I9260

(1/1)

snlatif:
এন্ড্রয়েড পাওয়ার্ড মোবাইল ফোনে স্যামস্যাং এর তুলনা নেই। প্রথম থেকেই একের পর এক মোবাইল বের করে বাজারের বড় একটা দখল এখন স্যামস্যাং এর হাতে। নিত্য নতুন মোবাইল সেট এবং ট্যাব বের করে তারা মোবাইলের মার্কেটে একটি শক্ত অবস্থান করে ফেলেছে। আর তারই ধারাবাহিকতায় স্যামস্যাং বাজারে আনছে নতুন একটি সেট Galaxy Premier i9260। November, ২০১২ এর প্রথম দিকে দেওয়া ঘোষনা মতে এটি এই বছরেরই ডিসেম্বরের দিকে প্রকাশ করা হবে। অনেকেই এটাকে ক্রিসমাসের গিফট হিসাবে দেখছেন এখনই। সেটটি সম্পর্কে কিছু বিস্তারিত নিচে দেওয়া হল।

সিপিউ: ডুয়াল কোর ১.৫ গিজাহার্টজ
র‍্যাম: ১জিবি
ইন্টারনাল মেমরী: ৮জিবি/১৬জিবি
এক্সটার্নাল মেমরী: ৩২ জিবি পর্যন্ত
নেটওয়ার্ক: ৪জি (কিছু সিলেক্টেড এরিয়ায়)
ডাইমেনশন: 134.2 x 68 x 9 mm (5.28 x 2.68 x 0.35 in)
ডিসপ্লে: 4.5 inches (720×1280 pixels)
ক্যামেরা: Primary – 8 MP | Video – 1080p@30fps | Secondary 1.9 MP

Source:Internet

Navigation

[0] Message Index

Go to full version