IT Help Desk > Telecom Forum

অবশেষে আকাশ ২ মুক্তি পেল

(1/1)

snlatif:
ভারতের বহুল আলোচিত আকাশ ২ ট্যাবলেট অবশেষে সকলের হাতে ধরা দিতে চলেছে। রবিবার জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে স্বল্পমূল্যের এই ট্যাবলেটটি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এই ট্যাবলেটটি উন্মুক্ত করেন।আকাশ ট্যাবলেটের দ্বিতীয় সংস্করণ তৈরির ক্ষেত্রে আগের সংস্করণ অপেক্ষা সামান্য উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে ডাটাউইন্ড। ৭ ইঞ্চি এলসিডি প্যানেলের পাশাপাশি ১ গিগাহার্জ কর্টেক্স-এ৮ প্রসেসর, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৪ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ, অ্যানড্রয়েড ৪.০.৩, বিল্ট-ইন ওয়াইফাই এবং ফ্রন্ট ফেসিং ভিজিএ ক্যামেরা।ট্যাবলেটটি ভারতের শিক্ষার্থীদের জন্য ১১৩০ রুপি বা $২১ মার্কিন ডলারের বিনিময়ে সংগ্রহ করতে পারবে। অন্যান্য ব্যবহারকারীদের জন্য ট্যাবলেটটির মূল্য $৮০ মার্কিন ডলার হিসেবে ধার্য করা হয়েছে।
(Collected)

Navigation

[0] Message Index

Go to full version