চীনে গুগলের সেবা পুনরায় চালু

Author Topic: চীনে গুগলের সেবা পুনরায় চালু  (Read 1053 times)

Offline snlatif

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 267
    • View Profile
চীনের অধিবাসীরা আবার গুগলের সেবাগুলো ব্যবহার করতে পারছে। একযুগ পর নতুন কমুনিস্ট সরকার নির্বাচনের ব্যাপারে সম্মেলনের প্রাক্কালে দেশটির জনগণ গুগলের সকল সেবা থেকে বঞ্চিত হয়।

১২ ঘণ্টা বন্ধ থাকার পর চীনের অধিবাসিরা স্থানীয় সময় সকাল ৬ টায় সেবাগুলো পুনরায় ব্যবহার করার সুযোগ পায়।

গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্টের বরাত দিয়ে বার্তা সংস্থা আইডিসি নিউজ এবং গ্রেটফায়ার.অর্গ প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর গত শনিবার সকালের দিকে গুগলের সব সেবা চীনে চালু করা হয়েছে বলে জানিয়েছে।
Source:Internet