IT Help Desk > IT Forum
বাংলাদেশি অ্যাপস্টোর চালু.
(1/1)
Mohammed Abu Faysal:
চালু হলো মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশনস (অ্যাপস) পাওয়ার বাংলাদেশি অনলাইন দোকান (অ্যাপস্টোর) ‘ইএটিএল অ্যাপস’ (www.eatlapps.com)। এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) তৈরি করেছে এই অ্যাপস্টোর। নানা কাজের জন্য বিভিন্ন রকম অ্যাপস এতে থাকবে।
গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এই অ্যাপস্টোরের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। এ সময় তিনি বলেন, ‘প্রযুক্তিনির্ভর দেশ গড়তে এ ধরনের উদ্যোগ বেশ সাহায্য করবে। আমরা আশা করি এ অ্যাপস্টোরে মানুষের কাজে লাগে এমন অ্যাপস পাওয়া যাবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য, পরিবার ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) নিলুফার আহমেদ, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ারসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে অ্যাপসের নানা বিষয় তুলে ধরেন ইএটিএলের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন। তিনি জানান, এ অ্যাপস্টোরের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক যোগাযোগের ওপর বিভিন্ন অ্যাপস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে ইএটিএলের ব্যবস্থাপনার পরিচালক এম এ মুবিন খান শিক্ষার্থীদের জন্য ‘মোবাইল অ্যাপস’ তৈরির প্রতিযোগিতার ঘোষণা দেন। প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। পুরস্কার হিসেবে রয়েছে পাঁচ লাখ, দুই লাখ ও এক লাখ টাকা এবং স্মার্টফোন।
এই অ্যাপস্টোর থেকে যে কেউ অ্যাপস নামাতে পারবেন এবং নিজের তৈরি অ্যাপসও এখানে রাখা যাবে। এখন এতে অ্যান্ড্রয়েড ও জাভাসমর্থিত অ্যাপস পাওয়া যাচ্ছে।
Navigation
[0] Message Index
Go to full version