Religion & Belief (Alor Pothay) > Islam & Science

হযরত বড় পীড় সােহেবর কিতপয় বানী

(1/1)

Mohammad Nazrul Islam:
হযরত বড় পীড় সােহেবর কিতপয় বানী
১. যিদ তুিম অাল্লাহর হুকুেমর সামেন নফেছর কামনা িবসজন িদেত পার, তেব েখাদা তেত্বর েযাগতা লাভ করেব।
২. অাল্লাহর ভেয় তাক্কওয়া এবং পরেহজগারীর অালামত হল এই েয, েস অাল্লাহ ছাড়া অার কারও উপর অািসক্ত নয়।
৩. তুিম একিদেক নফেছর বাসনা পুরন করেত থাক, অনঃ িদেক নফস েতামােক ধব্বংশ করেত থােক।
৪.মানুেষর বড় বন্ধু তার দুশমন।
৫. কাহার সিহত ত্বিরত মহববত কর না এবং কাহার সিহত ত্বিরত দুশমনী কর না।
৬. ১ম িনেজর সম্বল অােখরােতর জনঃ েপঁরন কর, তারপর মৃতুঃ জনঃ িদন গুনেত থাক।
৭. মানুষেক ভালবাসার অথ তুিম তার শুভাকাংখী হেব।
৮.মানূষেক জব্দকারীর েচেয় উওরকারী হওয়া উিচত।
৯. নফছ েয রুপ অাল্লাহর কথা শুনেত নারাজ তুিমও েতমনী নফেছর কথা শুনেত নারাজ হও।
১০. অভাব অার েরাগ এই দুই অবস্থায় ছবর না থাকেল উহা অাজাব তুলঃ অার ছবেরর সােথ উহা এক িবেশষ মযাদাকর।
১১. যার মেধঃ েকান ৈবিশষ্ট নাই তােক েকহ পীড়ন করেত যায় না।

Navigation

[0] Message Index

Go to full version