IT Help Desk > IT Forum

ছোটদের OFFICE SUITE.বড়দের ভিড়ে ছোটদেরও একটু জায়গা

(1/1)

masud895:
OFFICE SUITE FOR KIDS
 
আজ শুধু ছোটদের জন্য এটা।অবশ্য আপনি যদি প্রথম থেকে অফিস ব্যবহার শিখতে চান (আমার মত) তাহলে আপনিও ডাউনলোড করে পরীক্ষা করে দেখতে পারেন।প্রথম কথা হলো বড়দের অফিসে যা যা আছে ছোটদের অফিসে তার চেয়ে কম নেই মোটেও।এই অফিস দিয়ে তাদের অনেক বড় বড় কাজের দরকার নেই।তারা তৈরী করতে চেষ্টা করুক তাদের স্কুলের রুটিন,তৈরী করতে চেষ্টা করুক তাদের দৈনন্দিন কাজের তালিকা কিংবা তৈরী করতে চেষ্টা করুক তাদের বার্থডে কার্ড যা তাদের স্ব নির্ভরশীল হতে সাহায্য করবে।এছাড়া word processing এর সাহায্যে পরিচিত হতে পারবে বিভিন্ন ফন্টের ।আসলে এই সফটওয়্যারটি থেকে প্রাথমিক অবস্থায় জানার কোন শেষ নেই আর তাই আপনি নিজেই জেনে নিন আপনার পরিবারের শিশুটির মেধা বিকাশে কতটুকু ভূমিকা রাখবে এই সফটওয়্যারটি।
এবার আসছি ডাউনলোডের কথায়।আজ কোন মিডিয়া ফায়ারের আশ্রয় নেব না কারন আজ আপনাদের দিচ্ছি অফিসিয়াল সাইটের সরাসরি ডাউনলোড লিঙ্ক।আপনি যদি উইন্ডোজ ছাড়াও ম্যাক কিংবা উবুন্টু ব্যবহারকারী হন সে ক্ষেত্রেও আপনার নিজ নিজ ভার্সন ডাউনলোদ করে নিতে পারবেন এই লিঙ্ক থেকে।আর ডাউনলোডের আগে দেখে নিন আপনার অপারেটিং সিষ্টেমের জন্য কত মেগাবাইট এই ফ্রী ওয়্যারটি।নীচে থেকে ডাউনলোড করুন


http://download.ooo4kids.org/en

Navigation

[0] Message Index

Go to full version