IT Help Desk > Telecom Forum

ক্যামেরার প্রতিদ্বন্দ্বী মুঠোফোন লেন্স.

(1/1)

Mohammed Abu Faysal:
সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা মুঠোফোনে ব্যবহার উপযোগী অত্যন্ত পাতলা একটি লেন্স উদ্ভাবন করেছেন। এ লেন্স ব্যবহার করে মুঠোফোনেই ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। এক খবরে টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।
বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘প্লাসমোনিক মেটালেন্স’ নামের এ লেন্সটি তৈরি করেছেন। গবেষকেদের দাবি, নতুন এ লেন্স স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারে যে মানের ছবি তুলবে তা সহজেই এসএলআর মানের ছবির সমতুল্য হবে।
গবেষক সুয়াং ঝ্যাং জানিয়েছেন, স্মার্টফোনের অপটিক্যাল পদ্ধতিতে নতুন নতুন সুযোগ ও সুবিধাজনক নকশা সুবিধা যুক্ত করবে ‘প্লাসমোনিক মেটালেন্স’।
নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকেরা জানিয়েছেন, প্রচলিত লেন্স তৈরির ক্ষেত্রে বাঁকানো কাচের পৃষ্ঠতল ব্যবহার করে আলোর দিক পরিবর্তন করা হয় এবং ছবি ছোটো বা বড় করা যায়। ‘প্লাসমোনিক মেটালেন্স’ তৈরিতে কাচের সমতল পৃষ্ঠে সোনার ন্যানো রডের স্তর ব্যবহার করেছেন গবেষকেরা। যাতে লেন্সের অ্যাপারচার দাঁড়ায় ৮০ মাইক্রোমিটার যা মানুষের চুলের প্রস্থের চেয়েও কম। এ লেন্সটিকে সহজেই আলো কমানো বাড়ানোর মাধ্যমে ওয়াইড অ্যাঙ্গেল মোড থেকে জুম মোডে পরিবর্তন করা সম্ভব। লেন্সের সামনে একটি ফিল্টার যোগ করে এ সুবিধা পাওয়া যাবে।
স্মার্টফোনের উপযোগী লেন্স তৈরিতে কাজ করছেন গবেষক সুয়াং ঝ্যাং ও তাঁর গবেষক দল।

tamim_saif:
Great.  We people of Bangladesh should be inspired to be research-oriented for the development of this nation.

Navigation

[0] Message Index

Go to full version