Help & Support > Common Forum/Request/Suggestions
First Ever International Model United Nation 2012
sazirul:
If you can't save the HOSTS file normally then save it by Administrator Permeation ( Run as Admin).
Thanks
TOFAZZAL:
Student of Daffodil International University participating the first ever international MUN Conference in Bangladesh .Bangladesh International Model United Nation 2012. The United Nations Youth and Students Association of Bangladesh (UNYSAB) are organizing BiMUN jointly with the United Nation Information Center (UNIC)/ United Nations system, University of Dhaka and the Ministry of Foreign Affairs, Bangladesh.
Model United Nations (also Model UN or MUN) is an academic simulation of the United Nations that aims to educate participants about civics, effective communication, globalization and multilateral diplomacy. In standard Model UN, students take on roles as diplomats and participate in a simulated session of an intergovernmental organization (IGO). Participants research a country, take on roles as diplomats, investigate international issues, debate, deliberate, consult, and then develop solutions to world problems.
During a conference, participants get the opportunity to practice a variety of communication and critical thinking skills in order to represent the policies of their country. These skills include public speaking, group communication, research, policy analysis, active listening, negotiating, conflict resolution, note taking, and technical writing.
BiMUNers will acquire extraordinary experience through the conference
Md. Khairul Bashar:
পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, গ্রহাণু, নক্ষত্র, ধূমকেতু ইত্যাদি নিয়ে গঠিত আমাদের এই মহাবিশ্ব। সূর্য ও এর চার দিকে যেসব গ্রহ-উপগ্রহ রয়েছে সেগুলো নিয়ে সৌরজগৎ। পৃথিবীসহ সব গ্রহ, চাঁদ, গ্রহাণু ও ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করছে। এই মহাবিশ্ব নিয়েও রয়েছে বিভিন্ন মজার মজার তথ্য। সেগুলোই এখানে তুলে ধরা হলো
১. সূর্য একটি নক্ষত্র। এটি পৃথিবীর চেয়ে তিন লাখ গুণ বড়। সৌরজগতের মোট ভরের ৯৯.৮৬ ভাগই সূর্যের।
২. অন্যান্য গ্রহের মতো বিভিন্ন ধূমকেতুও সূর্যের চার দিকে ঘোরে। বরফকণা, ধুলো ও শিলাখণ্ড দিয়ে গঠিত হয় ধূমকেতু। হ্যালির ধূমকেতু সবচেয়ে পরিচিত। এটি সর্বশেষ ১৯৮৬ সালে দেখা গিয়েছিল। ২০৬১ সালে আবার এর দেখা মিলবে।
৩. ভেনাস সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ। এর পৃষ্ঠের তাপমাত্রা ৪৫০ ডিগ্রি সেলসিয়াস।
৪. সৌরজগতের বয়স ৪.৬ বিলিয়ন বছর।
৫. দেখতে গ্রহের মতো, কিন্তু আকারে খুবই ছোট এমন কিছু বস্তুও সূর্যের চার দিকে ঘুরছে। এদের নাম গ্রহাণু। ইংরেজিতে বলে অ্যাস্টারয়েড। বিজ্ঞানীদের ধারণা, ৬৫ মিলিয়ন বছর আগে এই গ্রহাণুর প্রভাবেই পৃথিবী থেকে ডাইনোসরেরা বিদায় নিয়েছে।
৬. চাঁদের বুকে রয়েছে অনেক গর্ত ও দাগ। অনেকে একে চাঁদের কলঙ্কও বলে। তবে মজার বিষয় হলো, এসব দাগের খুব একটা পরিবর্তন হয় না। কারণ এখানে প্রাকৃতিক কর্মকাণ্ড পৃথিবীর তুলনায় অনেক কম। চাঁদে আবহাওয়ার পরিবর্তন নেই বললেই চলে। ফলে দাগ সহজে মুছে যায় না। অন্য দিকে ভূমিকম্প, ক্ষয়, বৃষ্টি, বায়ু ও উদ্ভিদের প্রভাবে পৃথিবীপৃষ্ঠ প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে।
৭. অভিযানে গিয়ে নভোচারীরা চাঁদের বুকে যে পায়ের ছাপ ও নানা চিহ্ন রেখে এসেছেন তা কোনো দিনও মুছবে না। কারণ চাঁদে যে বাতাস নেই।
৮. ২০০৬ সালে জ্যোতির্বিদেরা গ্রহের সংজ্ঞায় পরিবর্তন এনেছেন। নতুন সংজ্ঞায় প্লুটো গ্রহের মর্যাদা হারিয়েছে। তাই প্লুটোর নতুন পরিচয় এখন বামন বা ক্ষুদ্র গ্রহ।
৯. পৃথিবীতে যার ওজন ১০০ কেজি, মঙ্গল গ্রহে গেলে তার ওজন হবে ৩৮ কেজি। আর চাঁদে গেলে হবে মাত্র ১৬.৬৬ কেজি। কারণ মঙ্গল গ্রহ ও চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে অনেক কম। মাধ্যাকর্ষণ যত বেশি হবে, বস্তুর ওজনও তত বেশি হবে।
১০. ইউরেনাসই একমাত্র গ্রহ, যা ব্যারেলের মতো এর পাশের দিকে ঘোরে। আর ভেনাস ঘোরে উল্টো দিকে।
১১. চন্দ্র-সূর্যের আকর্ষণে সাগর ও নদীতে জোয়ার-ভাটা হয়।
সূত্রঃ http://www.dailynayadiganta.com/new/?p=52605
sumon_acce:
I think Sehwag is the most dangerous batsman now in world cricket......he fears nobody
Navigation
[0] Message Index
[*] Previous page
Go to full version