IT Help Desk > ICT
ACM ICPC, December in Dhaka
Md. Khairul Bashar:
cakes looking delicious. i agree........
TOFAZZAL:
Dynamic Young Female and Male for work in an Event Management Company , Jobs for marketing executive possession . Working Time - 9 AM to 6PM . One Day off is Friday . Salary 7000 /- + Marketing Commission.
If any one is interested for work in this possession with this salary + Commission so Please send your Recent CV with Professional Passport Size Recent Photo.
Email: globewinmail@gmail.com ;;; Cell: 01772114651-52
Mohammed Abu Faysal:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় এশিয়া অঞ্চলের (ঢাকা সাইট) আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং কনটেস্ট এসিএম-আইসিপিসি ২০১২ ঢাকায় র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে। গত সোমবার প্রেস কাবে আয়োজিত মিট দ্য প্রেসে অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারিজ-ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোাগ্রামিং কনটেস্ট এর বিস্তারিত তথ্য জানানো হয়েছে। এ প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রোগ্রামিং প্রতিযোগিতার পরিচালক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন। এ বছর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় এশিয়া অঞ্চলের (ঢাকা সাইট) আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং কনটেস্ট এসিএম-আইসিপিসি ২০১২ আগামী ৮ ডিসেম্বর শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি রাউন্ড থেকে কোটাভিত্তিক বিবেচনায় এবং অতীতের সাফল্য ও পারফরম্যান্স মূল্যায়নে ৬৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের সর্বোচ্চ ১৫০টি দল ঢাকা অঞ্চলের মূলপর্বে অংশগ্রহণ করবে। এ ছাড়া চীন ও ভারত থেকে তিনটি দলও অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় বিজয়ীরা পাবে ওয়ার্ল্ড ফাইনালস ২০১৩-এর মূলপর্বে অংশগ্রহণের সুযোগ। ঢাকা রিজিওনাল পর্বের প্রধান বিচারক হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল, পরিচালকের দায়িত্ব পালন করবেন সাউথইস্ট ইউনিভার্সিটির শাহরিয়ার মনজুর এবং মুক্ত সফটওয়্যার লিমিটেডের মোহাম্মদ মাহমুদুর রহমান সহকারী পরিচালক (বিচারক) হিসেবে দায়িত্ব পালন করবেন। আয়োজক কমিটির কো-চেয়ারের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম কায়কোবাদ এবং এসিএম কাউন্সিল বাংলাদেশের প্রধান সমন্বয়কারী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল এল হক। মিট দ্য প্রেসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক এস এম মাহবুবুল হক মজুমদার, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইমরান হোসেন ও ঊর্ধ্বতন সহকারী পরিচালক নাদির বিন আলী, কাউড স্পোকস্ এর পে উপস্থিত ছিলেন এমটিএক্স লিমিটেডের লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার শারমিন আকতার ও থেরাপ সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর সাজ্জাদ রফিক।
Ref: http://www.dailynayadiganta.com/new/?p=50506
Shamsuddin:
I think we should arrange some kind of Pitha utsob!
Shamim Ansary:
It is a regular event of the university. The next one will be kicked off soon.
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version