Faculties and Departments > Faculty Forum

Formalin

<< < (2/8) > >>

Md. Khairul Bashar:
যুক্তরাষ্ট্রের গবেষকেরা এক ধরনের বোতল তৈরি করেছেন যা বাতাসের আর্দ্রতা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয় পানি তৈরি করতে পারে। মরুভূমিতে চলার সময় বা পানির উৎস থেকে দূরে থাকলে এ বোতল ব্যবহার করে প্রতি ঘণ্টায় তিন লিটার পানি তৈরি করা সম্ভব হবে। এজন্য বোতলে অবশ্য সামান্য পানি থাকতে হবে।

যুক্তরাষ্ট্রের এনবিডি ন্যানো নামের একটি নতুন প্রতিষ্ঠান পানি তৈরির ক্ষেত্রে ‘বায়োমিমিক্রি’ নামের এ পদ্ধতিটি উদ্ভাবন করেছেন। মরুভূমিতে বসবাসকারী এক ধরনের পোকা থেকে অনুপ্রাণিত হয়ে এ পদ্ধতি উদ্ভাবন করেছেন এনবিডি ন্যানোর গবেষকেরা। তাই এ পদ্ধতিটির নাম রাখা হয়েছে ‘বায়োমিমিক্রি’ বা পরিবেশ থেকে অনুপ্রাণিত পদ্ধতি।
গবেষকেরা জানিয়েছেন, নামিব মরুভূমির বিশেষ ধরনের পোকা যেভাবে আর্দ্রতা শোষণ করে সে পদ্ধতি ব্যবহারে করেই পানি সংরক্ষণের উপযোগী বোতল তৈরি করা হয়েছে। বোতলে হাইড্রোফিলিক ও হাইড্রোফোবিক নামের উপাদান ব্যবহার করে আর্দ্রতা কাজে লাগিয়ে পানি তৈরি করে এ বোতল।
 
গবেষক মিগুয়েল গ্যালভেজ এ প্রসঙ্গে জানিয়েছেন, পরিবেশ থেকে অনুপ্রাণিত হয়ে প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহূত নকশা তৈরি করা হয়েছে। তবে এ গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ পদ্ধতির সাহায্যে বোতলে সামান্য পরিমাণ পানি রেখে পুরো বোতল পানি তৈরি করা হয় যা গোবি বা আতাকামা মরুভূমি অঞ্চলে টিকে থাকতে সাহায্য করতে পারে।

raju:
nice get this info. Hope the world with huge population can survive only when innovation can cress imagination like this. 

Md. Khairul Bashar:
thank you sir................

fernaz:
নেটওয়ার্ক সোসাইটি সিটি ইনডেক্সে ঢাকা শীর্ষ ২৫টি শহরের মধ্যে স্থান করে নিয়েছে। বিশ্বের নেটওয়ার্ক সোসাইটি সিটি ইনডেক্সে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ২৩। তথ্যপ্রযুক্তি ও কারিগরি উন্নয়নের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন হয়েছে—এমন শহরগুলোকে নেটওয়ার্ক সোসাইটি সিটি বলা হয়।
সিটি ইনডেক্সের শীর্ষস্থান অর্জন করেছে নিউ নিউইয়র্ক সিটি। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের দিল্লির অবস্থান ১৬, মুম্বাইয়ের ১৯ এবং পাকিস্তানের করাচীর ২৫তম। সম্প্রতি সুইডেন ভিত্তিক টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন ও আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান আর্থার ডি লিটলটনের যৌথ উদ্যোগে এই সিটি ইনডেক্স তৈরির কাজ শেষ হয়েছে।

nmoon:
The position of Dhaka in the ranking of Network Society City Index is 23rd. This is inspiring because this sector is growing gradually.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version