How much prepared Bangladesh?

Author Topic: How much prepared Bangladesh?  (Read 8962 times)

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
আক্কেল দাঁতের যত কথা
« Reply #15 on: November 28, 2012, 09:54:24 AM »
কে বা কখন এই দাঁতটির নাম  আক্কেল দাঁত রেখেছেন তা বহু গবেষণা করেও আমি বের করতে পরিনি। তবে এই ‘আক্কেল দাঁত’ নামটি দেয়ার পেছনে যে যথেষ্ট যুক্তিসঙ্গত কতকগুলো কারণ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিজ্ঞানসম্মত মতে এ দাঁতটি মানুষের মুখে ১৮ বছর বয়স থেকে যে কোন সময়ে উঠতে পারে। তাহলে সহজেই অনুমান করুন ঐ সব বয়সের চারিত্রিক বৈশিষ্ট গুলো। শিশু বা কৈশোরে সব কিছু বুঝবার ক্ষমতা থাকে না তবে কৈশোর  থেকে  যৌবনে পৌঁছে একজন পুরুষ বা নারীর বুদ্ধি বিবেচনার ব্যাপ্তি ঘটে এবং এটাই স্বাভাবিকভাবে স্বীকৃত। একথা সবাই জানে একজন পুনাঙ্গ ব্যক্তির মুখে সর্বমোট ৩২টি দাঁত গজায় এবং এ ৩২টি দাঁতই হঠাত্ করে গজায় না। প্রাথমিকভাবে একটি শিশুর ৬ মাস বয়স থেকে তার  মুখে দুধ দাঁত উঠতে শুরু করে, যাকে বলা হয় অস্থায়ী দাঁত বা ডেসিডুয়াস টিথ। কারণ, এ সকল দাঁত অস্থায়ী, একটি নির্দিষ্ট সময়ে উঠে আবার একটি নির্দিষ্ট সময়ে এ দাঁতগুলো পড়ে যায় এবং ঐ স্থানে যে দাঁতটি পুনরায় আর্বিভূত হয় তাকেই বলা হয় স্থায়ী দাঁত।

দিনটি আমার সঠিক মনে নেই তবে খুব সম্ভবত ১৯৭৮ সালে ডিসেম্বর মাসে যখন আমি মিটফোর্ড হাসপাতালে চাকরি করি,  একজন  রোগী তার ডান দিকের গাল ও মুখ ফোলা নিয়ে আমার কাছে আসে। আমি নিয়ম মাফিক তাকে পরীক্ষা করে বললাম, ঘাবড়াবার কিছু নেই, আপনার আক্কেল আসছে’।  “আক্কেল আসছে? তার মানে? আমি বললাম, বুঝতে পারলেন না? মানে আপনার আক্কেল দাঁতটি এতদিনে উঠতে শুরু করেছে।”  আপনার আক্কেল হয়েছে। লোকটি আরো বিস্মিত হলো। বুঝতে পারলেন না? মানে আপনার আক্কেল দাঁতটি

এতদিনে উঠতে শুরু করেছে। লোকটি আরো বিস্মিত হলো। তাহলে এতদিন কি আমি বেয়াক্কেল ছিলাম? আমি আমার মুখ থেকে মাক্সটি খুলতে খুলতে স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, সেটা আপনিই জানেন? দাড়িয়ে থাকা নার্সের মিটিমিটি হাসি দেখে লোকটি হয়ত আমার রসিকতা বুঝতে পারল।

শেষ পর্যন্ত লোকটির আক্কেল দাঁত অর্থাত্ ইমপেকটিড মেন্ডিবুলার থার্ড মোলার দুটি দাঁত এক্সরে ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তুলে দেয়ার পর সে সুস্থ হয়ে ওঠে। এ হচ্ছে আক্কেল দাঁতের একটি গল্প। অবশ্য এই দাঁতটিকে নিয়ে আরও সব মজার মজার গল্প রয়েছে। কেউ কেউ এই দাঁতটিকে বুদ্ধির দাঁত বা wisedom  দাঁত ও বলে থাকেন।

আক্কেল দাঁত এর বিভিন্ন অবস্থান সমূহ

সাধারণত আক্কেল দাঁত বা উইজডম টিথ পর্যাপ্ত স্থান না পেয়ে চোয়ালের ভিতরে বা নিচের দিকে থাকতে পারে। আক্কেল দাঁতের এই অবস্থানগুলোকে চার ভাগে ভাগ করা যায়। শৈল্য চিকিত্সার মাধ্যমে এই সমস্ত আক্কেল দাঁত তুলে ফেলার আগে অবশ্যই X- Ray (OPG) এর সাহায্যে সঠিক অবস্থান জেনে নেয়া প্রয়োজন। চোয়ালের আক্কেল দাঁতগুলো স্বাভাবিকভাবে বেরিয়ে আসেতে না পারলে নিম্নলিখিত উপসর্গ দেখা দিতে পারে।

১. ব্যথা: আক্কেল দাঁত উঠার কারণে দাঁতে ব্যথা হলে পাশ্ববর্তী স্থানে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত দাঁতের উপস্থিতি নির্ণয় করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে পাশের দাঁতে ধাক্কা বা চাপ সৃষ্টি ও মাড়ির প্রদাহের কারণে ব্যথা হতে পারে ।

২. প্রদাহ: যখন আক্কেল দাঁত সম্পূর্ণভাবে উঠতে পারে না তখন দাঁতের  ক্রাউন বা মুকুট অংশটিকে ঢেকে রাখে উপরিভাগের মাংস বা মাড়ি। মাড়ির ও দাঁতের মুকুট এর মধ্যবর্তীস্থানে জমা হয় খাদ্য কনা। ধীরে ধীরে জন্ম নেয় অসংখ্য জীবানু। এ অবস্থায় মাড়িতে প্রদাহ সৃষ্টি হয়। যার বৈজ্ঞানিক নাম পেরিকরোনাইটিস। এই প্রদাহের কারণে মাড়ি ফুলে যায়, তীব্র ব্যথা অণুভূত হয় এবং উপরের দাঁতের সঙ্গে মাড়ির ক্রমাগত ঘর্ষণ বা কামড়ে ঘা ক্ষত সৃষ্টি হয়।

পেরিকরোনাইটিস

অসম্পূন্নভাবে বেরিয়ে আসা আক্কেল দাঁতটির উপরিভাগ যে নরম টিস্যু দ্বারা আবৃত থাকে তার ভিতরে খাদ্য কনা জমে থাকার কারণে অসংখ্য জীবানুর জন্ম হয় এবং প্রদাহ বা ইনফেকশন সৃষ্টি হয়। এই অবস্থাকে বলা হয় পেরিকরোনাইটিস। কৃত্রিম দাঁতের নিচে অবস্থান

চোয়ালের ভিতরে অবস্থানকারী একটি আক্কেল দাঁত অন্য সবকটি দাঁত পড়ে যাবার পর বেরিয়ে আসতে পারে, ফলে নীচের পাটির দাঁতের নিচে ব্যথা বা প্রদাহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।

১. ডেন্টাল ক্যারিজ: আক্কেল দাঁতের অসমান অবস্থানের কারণে খাদ্য কনা জমা হয়ে ডেন্টাল ক্যারিজ সৃষ্টি হয়। দাঁত সম্পূর্ণভাবে বেরিয়ে না আসলে এ ক্যারিজ দাঁতকে ফিলিং করাটা অর্থহীন সুতরাং মুকুট বা ক্রাউন ভয়ানকভাবে ভেঙ্গে যাওয়ার আগেই দাঁতটি তুলে ফেলাই ভালো।
২. পাশ্ববর্তী সামনের দ্ব্বিতীয় মলার দাঁত আক্রান্ত মাড়ির দ্বিতীয় দাঁতটি ক্রমাগত ধাক্কা খেতে খেতে একদিকে হেলে পড়তে পারে, তাছাড়া দুই দাঁতের সংযোগ স্থলটিতে খাদ্যকনা জমা থাকার সুযোগে একটি পেরিওপকেট বা প্রদাহ সৃষ্টি হতে পারে।
৩. সিস্ট:তৃতীয় মলার বা আক্কেল দাঁতটির ক্রাউন বা মুকুট একটি ডেন্টিজেরাস সিস্ট দ্ব্বারা ঢাকা থাকতে পারে। এবং দাঁতটি চোয়ালের নিচের বা পিছনের দিকে অবস্থান করতে পারে।

আক্কেল দাঁত এর কারণে সৃস্ট বিপদ সমূহ আক্কেল দাঁত সমূহের অসমান ও ভিতরে অবস্থানের কারণে সামনের স্বাভাবিক দাঁতে ক্রমাগত ধাক্কা বা চাপ সৃষ্টি করে। ফলে স্বাভাবিক দাঁতসমুহে সামনের দিকে হেলে পড়ে চোয়ালের সম্মুখ ভাগের দাঁতগুলোকে বিচ্ছিন্ন বা আঁকাবাঁকা করে দিতে পারে। যে সমস্ত উপসর্গ দেখা দিতে পারে সেগুলো হচ্ছে-

১. মাড়ির প্রদাহ বা ইনফেকশন
২. হাড়ের প্রদাহ
৩. দাঁতের অংশের ধীরে ধীরে ক্ষয়
৪. নার্ভ এর উপর চাপ সৃষ্টি
জটিল অবস্থা যদি আক্কেল দাঁত উঠার সময় অতিরিক্ত প্রদাহ সৃষ্টির ফলে মুখ হা করতে অসুবিধা হয়। মুখের একটি অংশ ফুলে যায় এবং গাল ও চোয়ালের অংশ সহ গ্লান্ড আক্রান্ত হয়। তবে মেট্রোনিডাজল ও এমোস্কীসিলিন জাতীয় এন্টিবায়োটিক ব্যবহার করা নিরাপদ। স্থানীয়ভাবে প্রদাহ ও গালের ফুলা কমে এলে আক্কেল দাঁতটি সঠিক অবস্থান ও রক্তের অবস্থাসহ অন্যান্য ওষুধ গ্রহণের ইতিহাস জেনে নেয়ার পর তুলে ফেলাই ভালো। প্রতিরোধ ও চিকিত্সা মুখ গহ্বর নিয়মিত পরিস্কার রাখা প্রয়োজন,  যাতে আক্কেল দাঁতটিও নরম টিস্যুর মাংসখন্ডটির মাঝখানে কোনো খাদ্যকনা জমে থাকতে না পারে। একটি এক্সরের মাধ্যমে দাঁতের সঠিক অবস্থান ও সেইসাথে পার্শ্ববর্তী দাঁতের সাথে এর সম্পর্কটাও জেনে নেয়া প্রয়োজন। প্রতিবার আহারের পর বা খাদ্য গ্রহণের পর নিয়মিত অল্প গরম লবণ পানিতে কুলি করলে প্রদাহ বা
ব্যথা হবার সম্ভাবনা থাকে। তবে এর জন্য স্বভাবিকভাবে দাঁত বের
হয়ে না আসা পর্যন্ত স্থায়ীভাবে নিরাময় সম্ভব নয়। এক্ষেত্রে যদি এক্সরের মাধ্যমে লক্ষ করা যায় যে আক্কেল দাঁতটির অবস্থান খুবই অস্বাভাবিক যা কখনোই স্বাভাবিক ভাবে বের হবার সম্ভাবনা নেই
অথবা পাশের দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত তবে স্থানীয় প্রদাহ নিরাময়ের পর তুলে ফেলা প্রয়োজন। যদি উপরের পাটির দাঁতটি আক্কেল দাঁতের মাংসখন্ডের উপরে ক্রমাগত আঘাত করতে থাকে এবং নিচের আক্কেল দাঁতটি ফেলে দিবার মত বৈজ্ঞানিক যুক্তি সঙ্গত কারণ থাকে তবে তুলে ফেলাই ভালো। তবে উপরের দাঁতটির কারণে নীচের
মাংসে ক্রমাগত ঘর্ষণে ক্ষত বা ঘা সৃষ্টি হলে উপরের পাটির দাঁতের ধারালো অংশ সমুহ ঘষে মসৃন করা প্রয়োজন। এই সমস্ত আক্কেল দাঁত উঠবার সময় নিরাময় পাওয়ার অন্যান্য অসুবিধা ছাড়া যদি আক্কেল দাঁতটির আশেপাশে অল্প প্রদাহ থাকে তবে নিয়মিত আহারের পর দাঁত ব্রাশ,  ডেন্টাল ফ্লস করা এবং অল্প গরম লবণ পানিতে কুলিকুচি করাই উত্তম ব্যবস্থা।


Ref: http://new.ittefaq.com.bd/news/view/175135/2012-11-28/24
« Last Edit: November 28, 2012, 10:25:07 AM by Badshah Mamun »

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
Organ transplant pioneer Joseph Murray dies at 93
« Reply #16 on: November 28, 2012, 12:17:45 PM »
Reuters-

Dr. Joseph Murray, the surgeon who carried out the first successful kidney transplant and later won a Nobel Prize for his work in medicine and physiology, died on Monday in Boston at the age of 93.

Murray died after suffering a stroke last Thursday, Brigham and Women's Hospital spokesman Tom Langford said.

Murray and his team completed the first human organ transplant in 1954, taking a kidney from one identical twin and giving it to his twin brother, opening a new field in medicine, the hospital said.

"The world is a better place because of all Dr. Murray has given. His legacy will forever endure in our hearts and in every patient who has received the gift of life through transplantation," hospital president Dr. Elizabeth Nabel said in a statement.

Later in his career, Murray continued to search for ways of suppressing a patient's immune response to prevent it from rejecting foreign tissue, eventually becoming a co-winner of the Nobel Prize for Physiology or Medicine in 1990.

"Difficulties are opportunities. This is a quote that sits atop my father's desk at home. It reflects the unwavering optimism of a great man who was generous, curious, and always humble," his son Rick said in a statement.

Murray began a career in medicine on graduating from Harvard Medical School in the 1940s, and developed an interest in transplanting tissue while working with service personnel injured in World War Two, according to the Britannica Online Encyclopedia.

He completed his surgical training at the Brigham and Women's Hospital and later returned to join the staff and serve as chief of plastic surgery.

With broad interests beyond medicine, Murray said in a brief autobiography for the Nobel Prize organization that he and his extended family had been "blessed in our lives beyond my wildest dreams."

"My only wish would be to have 10 more lives to live on this planet. If that were possible, I'd spend one lifetime each in embryology, genetics, physics, astronomy and geology," he said.
"The other lifetimes would be as a pianist, backwoodsman, tennis player, or writer for the National Geographic."

More than 600,000 people worldwide have received transplants since Murray's innovation, the hospital said.

Offline Shamim Ansary

  • Hero Member
  • *****
  • Posts: 3735
  • Change Yourself, the whole will be changed
    • View Profile
Adhan
« Reply #17 on: November 28, 2012, 02:09:59 PM »
"Many thanks to Allah who gave us life after having given us death and (our) final return (on the Day of Qiyaamah (Judgement)) is to Him"

Offline Md. Khairul Bashar

  • Full Member
  • ***
  • Posts: 203
  • Test
    • View Profile
Re: Adhan
« Reply #18 on: November 28, 2012, 03:21:58 PM »
subhan-allah very nice post. thank you sir for your great post "The Meaning of Adhan".

Offline Narayan

  • Sr. Member
  • ****
  • Posts: 426
  • যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে।
    • View Profile
মানুষ আসলে কেন ধূমপান করে?

কারন বের করতে পারলে এটা বন্ধ করা সম্ভব।
Narayan Ranjan Chakraborty
Assistant Professor
Department of CSE
Daffodil International University.

Offline sazirul

  • Full Member
  • ***
  • Posts: 136
  • Md Sazirul Islam | EEE 4th Batch
    • View Profile
    • Sazirul Islam
Is it free or we have to pay for this ?

Offline TOFAZZAL

  • Newbie
  • *
  • Posts: 34
  • Still i am running
    • View Profile
    • http://tofazzal25.blogspot.com
JOB OPPORTUNITY
« Reply #21 on: November 29, 2012, 02:10:34 AM »
Axim Group is seeking application from interested Bangladeshi Nationals to fill the following position.

Position: Executive Officer
Required Qualifications:

1. Education: Minimum a Master’s degree in any field preferably in Business Administration or Social Sciences.

2. Language Proficiency: Level 4 (Fluent) speaking, reading and writing English and Bangla is required. Language proficiency will be tested.

3. Computer Proficiency: MS OFFICE and Internet. (Graphics design and Website management will add extra point in score)

4. Skills and Abilities: The responsible must have the ability to deal with public, to draft rapidly and clearly in both Bangla and English. Ability to analyze and evaluate problems of diverse stages and difficulty; Initiative, alertness, adaptability, tact and good judgment are required. Good administrative ability with leadership attitude is highly appreciated. S/he must be trustworthy, obedient, faithful and NON SMOKER.

Applications with a CV should be emailed to aximgroup@yahoo.com addressing to the Managing Director, Axim Group. Application should be received no later than 10 December 2012.

Only short listed candidates will be called for interview.

For more details: 01682947582 01754755288
« Last Edit: November 29, 2012, 03:02:52 AM by TOFAZZAL »

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
Study IDs kerosene lamps as big source of black carbon
« Reply #22 on: November 29, 2012, 12:00:29 PM »
The primary source of light for more than a billion people in developing nations is also churning out black carbon at levels previously overlooked in greenhouse gas estimates, according to a new study led by researchers at UC Berkeley and the University of Illinois. Results from field and lab tests found that 7 to 9 percent of the kerosene in wick lamps -- used for light in 250-300 million households without electricity -- is converted to black carbon when burned. In comparison, only half of 1 percent of the emissions from burning wood is converted to black carbon.

Factoring in the new study results leads to a twenty-fold increase in estimates of black carbon emissions from kerosene-fueled lighting. The previous estimates come from established databases used by the Intergovernmental Panel on Climate Change and others. One kilogram of black carbon, a byproduct of incomplete combustion and an important greenhouse gas, produces as much warming in a month as 700 kilograms of carbon dioxide does over 100 years, the authors said.

"The orange glow in flames comes from black carbon, so the brighter the glow, the more black carbon is being made," said study principal investigator Tami Bond, associate professor of civil and environmental engineering at the University of Illinois at Urbana-Champaign. "If it's not burned away, it goes into the atmosphere."

The findings, published online this month in the journal Environmental Science & Technology, are coming out at the same time that the United Nations Climate Change Conference kicks off in Doha, Qatar. While officials from around the world are seeking effective policies and guidelines for cutting greenhouse gas emissions, the study authors note that the simple act of replacing kerosene lamps could pack a wallop toward that effort.


source: science news

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
Moral Evaluations of Harm Are Instant and Emotional
« Reply #23 on: November 29, 2012, 12:17:26 PM »
ScienceDaily (Nov. 2012) — People are able to detect, within a split second, if a hurtful action they are witnessing is intentional or accidental, new research on the brain at the University of Chicago shows.

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
Flexible, Low-Voltage Circuits Made Using Nanocrystals
« Reply #24 on: November 29, 2012, 12:36:27 PM »


ScienceDaily (Nov. 2012) — Electronic circuits are typically integrated in rigid silicon wafers, but flexibility opens up a wide range of applications. In a world where electronics are becoming more pervasive, flexibility is a highly desirable trait, but finding materials with the right mix of performance and manufacturing cost remains a challenge.

Offline nmoon

  • Full Member
  • ***
  • Posts: 234
  • Test
    • View Profile
How To Recover Deleted Email from GMail
« Reply #25 on: November 29, 2012, 02:47:10 PM »
When you delete emails from Gmail, they are not deleted completely but your deleted emails are moving to the Trash bin and they are kept until they are deleted by the owner of the account, or for another 30 days of time period. You can recover deleted emails from GMail account in a pretty simple way by following these simple steps.

Please open browser and go to the address gmail.com. Log in with your Google credentials, and open your email account. Locate the trash on the left sidebar. If you are unable to locate the trash button, you can see More button as shown in the figure. You may need to click on the More link to expand it see more side bar labels.

 

Once you locate the ‘Trash’ label on Gmail side bar, click on it to open the trash content.Now you will be able to see all deleted emails on there. Locate the message from Trash, you’d like to move to your inbox or any other location, and check the box next to the sender’s name. You can alternatively use the select all option to recover all emails found in the trash at once.


 

Now click on the icon show in picture to move your email from trash to the desired location. Once you move it, then go to the moved location to get your recovered message.

 

If the deleted messages are not found in Trash, you can try try to search for the messages by using any contained keyword in the email. In most case the messages have not been deleted but only moved to another folder.

If you’ve deleted a message permanently, by selecting Delete Forever from your Spam or Trash, or you deleted your message 30 days before, you won’t be able to recover the message using the Gmail interface. If you think your account is compromised and you would like google to investigate whether recovery is possible, you can contact Google for their support to recover deleted Email from GMail.

Offline Badshah Mamun

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2001
    • View Profile
    • Daffodil International University
টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় এখন পর্যন্ত তৃতীয় স্থানে রয়েছে মালালা ইউসুফজাই। গতকাল রাত ১২টা পর্যন্ত এক লাখ ১২ হাজার ৪৫৯ জন ভোটার মালালার পক্ষে ভোট দিয়েছেন। আর বিপক্ষে দিয়েছেন ৩০ হাজার ৪৫৮ জন।

মালালা ইউসুফজাই

পাকিস্তানের এই কিশোরী গত ৯ অক্টোবর সোয়াত উপত্যকায় তালেবানের গুলিতে আহত হয়। বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামে সে চিকিত্সা নিচ্ছে। নারী শিক্ষার উন্নয়নে কাজ করতে গিয়ে তালেবানের রোষানলে পড়ে অকুতোভয় এই কিশোরী। একই ঘটনায় তার দুই সহপাঠীও আহত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত তালিকার শীর্ষস্থানে ছিলেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি (পক্ষে দুই লাখ ৩৭ হাজার ২১২ ভোট, বিপক্ষে দুই লাখ ৫৩ হাজার ১৬০ ভোট)। দ্বিতীয় স্থানে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (পক্ষে এক লাখ ৭২ হাজার ৭৫৩ ভোট, বিপক্ষে ৬৬ হাজার ৯৭৯ ভোট)।
তালিকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মতো বিশ্বনেতাদের পেছনে ফেলেছে মালালা। ওবামা আছেন অষ্টম অবস্থানে। অন্যদিকে হিলারি আছেন ১৫তম স্থানে। মোট ৩৮ জন বিশ্বনেতা ও সেলিব্রিটি এই তালিকায় রয়েছেন।
টাইম সাময়িকী প্রতিবছর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচন করে। প্রতিষ্ঠানটির সম্পাদকদের ভোটে এই নির্বাচন হয়। তবে পাঠকেরাও ভোটে অংশ নেওয়ার সুযোগ পান। ১২ ডিসেম্বর পর্যন্ত এই ভোটাভুটি চলবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৪ ডিসেম্বর।
এদিকে ফরেন পলিসি নামে আরেকটি মার্কিন সাময়িকীর ‘বিশ্ব চিন্তাবিদদের’ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে মালালা। টাইম।


Source: http://prothom-alo.com/detail/date/2012-11-29/news/309185
Md. Abdullah-Al-Mamun (Badshah)
Senior Assistant Director
Daffodil International University
01811-458850
cmoffice@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd

www.fb.com/badshahmamun.ju
www.linkedin.com/in/badshahmamun
www.twitter.com/badshahmamun

Offline jayanta karmaker

  • Jr. Member
  • **
  • Posts: 78
    • View Profile
Plz submit as soon as possible...
« Reply #27 on: December 01, 2012, 12:14:47 AM »

এসো বন্ধুত্বকে করি আলিঙ্গন ...

আলোকচিত্র, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

বিষয়:   বন্ধুত্ব

নিয়মাবলী:

আলোকচিত্রের ক্ষেত্রে:
প্রত্যেক প্রতিযোগিকে অবশ্যই নিজের তোলা ছবি দিতে হবে। কোন মাধ্যম থেকে ডাউনলোড করা ছবি গ্রহনযোগ্য হবেনা।
একজন প্রতিযোগি সর্বোচ্চ দুটি ছবি দিতে পারবে।
ছবি কমপক্ষে ২০০০ পিক্সেল হতে হবে।

চিত্রাংকন:
অবশ্যই নিজের আঁকা হতে হবে।
একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি চিত্র দিতে পারবে।

রচনা প্রতিযোগিতা:
সর্বোচ্চ ২০০০  শব্দের মধ্যে  হতে হবে।

রেজিষ্ট্রেশন ফি:
আলোকচিত্র- ১৫০ টাকা
চিত্রাংকন- ৫০ টাকা
রচনা- ৫০ টাকা

জমা দেয়ার স্থান: ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার( সিডিসি), চতুর্থ তলা, প্রিন্স প্লাজা।

জমা দেয়ার শেষ তারিখ: ০৫/১২/১২

 আয়োজনে- ড্যাফোডিল বন্ধুসভা

Offline Md. Khairul Bashar

  • Full Member
  • ***
  • Posts: 203
  • Test
    • View Profile
Re: Plz submit as soon as possible...
« Reply #28 on: December 01, 2012, 09:28:52 AM »
thanks for arranging such great event. love for Daffodil Bondhusova.

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
How much prepared Bangladesh?
« Reply #29 on: December 02, 2012, 09:36:36 AM »
ইন্টারনেটে জনসাধারণের অবাধ বিচরণ থাকবে, নাকি সরকার এটি নিয়ন্ত্রণ করবে। এটি এখন বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হলেও বাংলাদেশ সরকারের কোনো মাথাব্যথা নেই। এ বিষয়ে বিশ্বের কাছে নিজেদের মতামত কী হবে, সে বিষয়ে জানা নেই খোদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) পক্ষ থেকে ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ বাস্তবায়িত হলে, দেশের সরকারই ঠিক করে দেবে তাদের দেশে কোন কোন ওয়েবসাইট দেখা যাবে বা কোনটি দেখা যাবে না। এমনকি এখনকার মতো ইচ্ছা করলেই অন্য দেশের সাইটে প্রবেশ করে তথ্য জানার সুযোগ থাকবে না। তাতেও বাদ সাধবে সংশ্লিষ্ট সরকার। গ্রাহককে অর্থের বিনিময়ে এবং নিজ দেশের সরকারের অনুমতি নিয়ে অন্য দেশের তথ্য জানতে হবে। এমনকি এক দেশের নাগরিক বিশ্বের অন্য কোনো দেশে গিয়ে এখন যেমন ই-মেইল, ফেসবুক, টুইটার ব্যবহার করতে পারে, নিয়ন্ত্রণের বিষয়টি আরোপ করা হলে তখন এ সুযোগ বন্ধ হয়ে যাবে।
৩ থেকে ১৪ ডিসেম্বর আইটিইউয়ের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হতে যাচ্ছে ওয়ার্ল্ড কনফারেন্স অন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস (ডব্লিউসিআইটি) সম্মেলন। জাতিসংঘের ১৯৪টি সদস্য দেশের ভোট বলে দেবে ইন্টারনেটে সাধারণের অবাধ বিচরণ থাকবে কী থাকবে না? এই সংগঠনের সদস্য হওয়ায় বাংলাদেশকেও এ বিষয়ে ভোট দিতে হবে বা তাদের মতামত জানাতে হবে। কিন্তু বিষয়টি নিয়ে বাংলাদেশে ভেতরে এখনো গণশুনানি বা সচেতনতাও তৈরি হয়নি।
সম্প্রতি ঢাকা সফর করে গেছেন ফিনল্যান্ডের সাবেক টেলিযোগাযোগমন্ত্রী ও আইটিইউয়ের ব্রডব্যান্ড ফর কমিশনের বিশেষ দূত সুভি লিনডেন। তিনি প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘টেলিযোগাযোগ ও ইন্টারনেট প্রতিদিন বদলে দিচ্ছে দুনিয়া। আর এই পরিবর্তনকে আরও বেশি কার্যকর ও উন্নয়নমুখী করতে চলছে নিত্যনতুন পরিকল্পনা। বিশেষ করে ইন্টারনেটের কোনো নিয়ন্ত্রক বা স্বত্বাধিকারী নেই বলেই এত দ্রুত এর বিকাশ সম্ভব হয়েছে। এর উন্মুক্ততা ও বিকেন্দ্রীকরণই এর শক্তি। উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেট ব্যবহার ও সেবা সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা ও সাধারণ নাগরিকদের মানবাধিকার প্রতিষ্ঠায় সুনির্দিষ্টভাবে নেতিবাচক প্রভাব পড়বে।’
বাংলাদেশের ভিশন ‘ডিজিটাল বাংলাদেশ’ তৈরি, এ বিষয়ে সরকারের মনোভাব কী? এবং আইটিইউর এ সম্মেলন বাংলাদেশের অবস্থান বিষয়ে—বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতির কারণে এ বিষয়ে তেমন একটা প্রস্তুতি বা কোনো ধরনের পাবলিক হিয়ারিং বা গণশুনানি করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারনেট উন্মুক্ত রাখার বিষয়ে একটা পজেশন পেপার তৈরি করার চেষ্টা করব। দেখা যাক, অন্যান্য দেশগুলো কী করে? বেশি ভোট যেদিকে যাবে, ফলাফলও সেদিকে যাবে।’
বাংলাদেশের অবস্থান নিয়ে মতবিনিময় সভা: ইন্টারনেট নিয়ন্ত্রণের বিষয়ে বাংলাদেশের অবস্থান কী হবে সে ব্যাপারে গত ২৮ নভেম্বর ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার এবং ভয়েস যৌথভাবে ঢাকায় এক মতবিনিময় সভার আয়োজন করে। এই সভায় বক্তারা বলেন, এমনিতেই বিশ্বের বিভিন্ন দেশের সরকার ইন্টারনেটের ওপর নজরদারি বাড়াচ্ছে। এ রকম একটা অবস্থায় যদি সরকারের কাছে আরও ক্ষমতা যায়, তাহলে বিভিন্ন দেশের ইন্টারনেটের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো বেশি সমস্যায় পড়বে। তারা বলেন, ইন্টারনেটের ভবিষ্যৎ নির্ধারণের জন্য আইটিইউ উপযুক্ত জায়গা নয়। শুধু বিভিন্ন দেশের সরকার সেখানে মতামত প্রদান করতে পারে এবং এসব সরকারের মধ্যে কেউ কেউ অবাধ এবং স্বাধীন ইন্টারনেট সমর্থন করে না। ফলে বর্তমান নীতিমালার পরিবর্তনের ফলে সেনসরশিপ বেড়ে যেতে পারে এবং উদ্ভাবনের পথ রুদ্ধ হতে পারে।
এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। আলোচনা করেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সভাপতি সৈয়দ ফয়সাল হাসান, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি মোহাম্মদ মাহফুজুল ইসলাম, আইএসপি অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুমন আহমেদ, সামহোয়্যারইন ব্লগের প্রধান সৈয়দা গুলশান ফেরদৌস প্রমুখ।



Ref: http://www.prothom-alo.com/detail/date/2012-12-02/news/309978
« Last Edit: December 09, 2012, 11:42:16 AM by Faysal230 »