IT Help Desk > IT Forum
ড্যাফাডিলে কারিগরি সেমিনার
Muntachir Razzaque:
সুস্থ ও সবল দেহের জন্য দাঁত ও মাড়ির তথা মুখের স্বাস্থ্য ভালো রাখা একান্ত প্রয়োজন। দাঁত ও মুখের ভেতরের স্বাস্থ্যকে অবহেলা করে নীরোগ জীবন আশা করা যায় না। সৌন্দর্যের জন্য যেমন দাঁতের প্রয়োজন, তেমনি সুস্বাস্থ্যের জন্যও দাঁতের প্রয়োজন।
টুথব্রাশ
নরম থেকে মধ্যম টুথব্রাশ ব্যবহার করাই উত্তম। লক্ষ রাখবেন যে শলাকাগুলোর মাথা শক্তভাবে মেলানো ও সব শলাকা মিলে একটি পরিষ্কার সমতল ভূমির মতো তৈরি আছে। তবে যত ধরনের ব্রাশই থাকুক না কেন, দাঁত ও মাড়ির ওপর থেকে খাদ্যকণা দূর করে ফেলাই দাঁত ব্রাশ করার অন্যতম প্রধান উদ্দেশ্য।
সব প্লাক পরিষ্কার হয়েছে কি না, জানার একটি সহজ উপায় আছে। কারণ, এটা খালি চোখে নিখুঁতভাবে বোঝা মুশকিল। তাই এর জন্য রয়েছে এক ধরনের ট্যাবলেট, নাম ‘ডিসক্লোজিং ট্যাবলেট’। এই ডিসক্লোজিং ট্যাবলেট মুখে নিয়ে চোষার পর অথবা পানিতে মিশিয়ে কুলকুচি করলে লুকানো প্লাকগুলো রঙিন হয়ে যায়। তখন খালি চোখে প্লাক খুঁজে পেতে অসুবিধা হয় না। একটি টুথব্রাশ কত দিন ব্যবহার করা যুক্তিসংগত? যখন ব্রাশের শলাকাগুলো সমতল ভূমির মতো অবস্থানে না থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় চলে আসে এবং শলাকার মাথাগুলো সোজা না থেকে বাঁকা হয়ে যায়, তখন সেই ব্রাশটি ব্যবহারের উপযোগী থাকে না। নিয়মিত ব্যবহূত একটি ব্রাশ সাধারণত দুই থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করা যায়।
কতবার দাঁত ব্রাশ করবেন
প্রতিদিন দুবার দাঁত ব্রাশ করা প্রয়োজন—সকালে এবং রাতে ঘুমানোর আগে। প্রতিবারই তিন-চার মিনিট দাঁত ব্রাশের পর প্লাক পরিষ্কার হয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে।
কীভাবে দাঁত ব্রাশ করবেন
ব্রাশটিকে দাঁতের ৪৫ ডিগ্রি অবস্থানে রেখে দাঁত ও মাড়ির সংযোগস্থল থেকে শুরু করতে হবে। ব্রাশটিকে দাঁতের গোড়ার দিকে খুব ধীরে অথচ শক্তভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঝাঁকিয়ে সব দাঁতের ফাঁকের কাছে নিতে হবে। এমনভাবে ব্রাশ করতে হবে, যাতে দাঁতের বাইরের অথবা ভেতরের কোনো অংশ বাদ না পড়ে।
দাঁত পরিষ্কারের জন্য ফ্লুরাইডের ব্যবহার
ফ্লুরাইড দাঁতের ক্ষয়রোগ প্রতিরোধ করে। ফ্লুরাইড এনামেলের সঙ্গে মিলিত হয়ে এনামেলকে আরও শক্তিশালী করে এবং এসিডের আক্রমণ থেকে দাঁতকে রক্ষা করে। আমাদের দেশে ফ্লুরাইড অত্যন্ত সহজভাবে পাওয়ার একমাত্র উপায় ফ্লুরাইড টুথপেস্ট। তবে অন্যান্য উপায়েও ফ্লুরাইড পাওয়া যায়। যেমন—বিশেষভাবে প্রস্তুত ফ্লুরাইড ফোঁটা, ট্যাবলেট, জেলি এবং ফ্লুরাইড-মিশ্রিত পানি (১ পিপিএম)।
উদ্গমকালে প্রায় সব দাঁতই সুস্বাস্থ্যের অধিকারী থাকে। নষ্ট হয় শুধু আমাদের বদ-অভ্যাস এবং অনিয়মিত দাঁত পরিষ্কারের কারণে। বছরে অন্তত দুবার দন্ত চিকিৎসকের কাছে মুখ ও দাঁত পরীক্ষা করানো ভালো। যাঁদের দাঁত ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, তাঁদের মনে রাখা উচিত, দেহের কোনো অংশের যত্ন নেওয়ার দরকার বা প্রয়োজন ফুরিয়ে যায় না। স্বাভাবিক দাঁতকে যেভাবেই হোক, চিকিৎসা অথবা যত্নের মাধ্যমে টিকিয়ে রাখাই শ্রেয়, নিরাপদ। আজকাল বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে দন্ত চিকিৎসার প্রয়োগ ও প্রসার অনেক বেড়ে গেছে। তাই একটি মূল্যবান দাঁত ফেলে দেওয়ার আগে একটু ভেবে দেখা দরকার নয় কি?
ব্রাশ ও পেস্ট ছাড়াও দাঁত পরিষ্কার করা যেতে পারে। যেমন, নিমের ডালকে ব্রাশের মতো ছিলে ব্যবহার করা যায়। লক্ষ রাখতে হবে, দাঁতের ফাঁকে বা দাঁতের গায়ে লেগে থাকা খাদ্যকণা পরিষ্কার হয়েছে কি না। দাঁত পরিষ্কার করার পর একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নেওয়া ভালো, সত্যি সত্যি দাঁত পরিষ্কার হয়েছে কি না।
অরূপ রতন চৌধুরী
সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান,
ডিপার্টমেন্ট অব ডেন্টিস্ট্রি,
বারডেম হাসপাতাল,
ইব্রাহিম মেডিকেল কলেজ।
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২৪, ২০১১
tamim_saif:
Mobile wireless blood pressure measurement system prototype is developed that uses Bluetooth and android mobile phone to transmit data. It attempts to solve some of the problems experienced in taking regular measurements of patients at home. The system can be used in telemedicine as individual 24 hour blood pressure monitor or it can be used by doctor on a visit to patients. The system can be improved in terms of device size and ease of use.
In future if the system concept is found useful the researcher will plan to improve by integrating mobile phone directly into blood pressure measurement unit and avoid using Android as middleware.
tamim_saif:
You can take steps to protect yourself and your family from chemical risks:
• Read and follow all directions when using household chemicals. If you don’t understand something on the label, contact the manufacturer.
• Open windows to provide ventilation during and after use of certain household products, since some of these can release chemicals intoyourindoor air.
• Keep all chemical products out of sight and out of reach of children and animals. Make sure child-resistant containers are working.
• Teach children that hazard symbols on containers mean “Danger! Do not touch.â€
• Consult the Air Quality Health Index, and consider adjusting outdoor activities when air quality is poor, especially if you have heart or breathing problems.
Also, visit the Government of Canada’s website on chemical substances for consumer fact sheets on:
• chemicals and children’s health
• chemicals at a glance – chemicals that are being (or have been) assessed in Canada for their possible risks to health or the environment, like lead orbisphenol A.
Md. Khairul Bashar:
১৯৫১ সাল! মাতৃভাষার জন্য দামাল ছেলেরা নেমেছে রাজপথে। নওগাঁর নিভৃত পল্লির এক তরুনও ছিলেন সেই দলে। “রাষ্ট্রভাষা বাংলা চাই†স্লোগানে স্লোগানে প্রকম্পিত ঢাকার অলিগলি। হঠাৎ মায়ের মৃত্যুর খবর। আন্দোলনের মাঝপথে সেই তরুন ফেরেন বাড়ি। মিছিল-মিটিংয়ের সেখানেই ইতি। সবার অগোচরে এই তরুন নামেন এবার পাঠাগার গড়ার লক্ষ্যে বইয়ের খোঁজে। অবশেষে তার সেই মনছবি সত্যি হয়ে ধরা দেয়। ছয় দশকের চেষ্টায় অজপাড়াগাঁয়ে ২১ হাজার বইয়ের বিরাট এক পাঠাগার দাঁড় করান তিনি।
পাঠাগার গড়েছেন ঠিকই। অন্যদিকে জীবন থেকে হারিয়েছেন অনেক কিছু। বই জোগাড় করতে গিয়ে একে একে চাকরি, ব্যবসা, জমিজমা খুইয়েছেন। বিরাগভাজন হয়েছেন প্রিয়জনের। পরম বন্ধুও হয়েছেন কারো কারো। বইপাগল এই মানুষটির নাম মোশাররফ হোসেন চৌধূরী। বাড়ি তার নওগাঁর বদলগাছি উপজেলার ভাতশাইল গ্রামে। এখানেই তিনি ভাতশাইল প্রগতি সংঘ নামের পাঠাগারটি গড়ে তুলেছেন। আশপাশের দশ গাঁয়ের মানুষ এখানে পড়তে আসে। মোশাররফের পাঠাগারের পাশে রয়েছে ভাতশাইল উচ্চবিদ্যালয়। বিদ্যালয় থেকে কয়েক শ ছাত্রছাত্রী প্রতিদিন এখানে বই পড়তে আসে।
মাটির দেয়াল ও টিনের ছাউনির ছোট্ট সেই পাঠাগারটি ঘিরে মানুষের ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। একসময় আরও জায়গার দরকার পড়ে। সাহায্যের হাত বাড়িয়ে দেন চাচাতো ভাই আব্দুল মতিন চৌধূরী। পাঠাগারের জন্য তিনি ১৫ শতাংশ জমি দেন। সে জায়গাতেই পাঠাগারটি আছে এখন। তবে আরও বড় পরিসরে। আধা পাকা ঘরটি আখন ৫০ ফুট দীর্ঘ। আছে চারটি কক্ষ, ৫২ টি স্টিল ও কাঠের আলমারি। থরে থরে সাজিয়ে রেখেছেন হাজার হাজার বই। রেজিস্ট্রার ঘেঁটে সংখ্যাটাও বললেন “ ২১ হাজারâ€। এর মধ্যে রয়েছে দুর্লভ কিছু পান্ডুলিপি, পল্প, কবিতা ও উপন্যাস। আরও আছে হাতে লেখা কোরআন শরীফ, তালপাতার ওপর লেখা পুঁথি, কবিতা ও গল্পের মূল্যবান প্রায় ১৩০টি বই। রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষকেরাও গবেষনার কাজে বই নেন এখান থেকে।
৮২ বছর বয়সেও চশমা পরেন না মোশাররফ। সকালে পাঠাগার খুলে কিছুক্ষন ঝাড়ামোছার কাজ করেন। তারপর একটি ছেলেকে দেখভালের জন্য রেখে নিজে বেরিয়ে পড়েন। মাইলের পর মাইল, গ্রামের পর গ্রাম দিনমান হাঁটেন একটিমাত্র বইয়ের জন্য।
librarian:
1. Life is a challenge---------meet it
2. Life is a gift---------------accept it
3. Life is an adventure-------dare it
4. Life is a sorrow------overcome it
5. Life is a strategy--------accept it
6. Life is a duty-----------perform it
7. Life is a game--------------play it
8. Life is a mystery--------unfold it
9. Life is a song---------------sing it
10. Life is an opportunity---take it
11. Life is a promise---------fulfill it
12. Life is a struggle--------fight it
13. Life is a puzzle---------solve it
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version