ড্যাফাডিলে কারিগরি সেমিনার

Author Topic: ড্যাফাডিলে কারিগরি সেমিনার  (Read 9541 times)

Offline Muntachir Razzaque

  • Newbie
  • *
  • Posts: 34
    • View Profile
দাঁত সবল রাখার উপায়
« on: November 22, 2012, 01:29:05 PM »
সুস্থ ও সবল দেহের জন্য দাঁত ও মাড়ির তথা মুখের স্বাস্থ্য ভালো রাখা একান্ত প্রয়োজন। দাঁত ও মুখের ভেতরের স্বাস্থ্যকে অবহেলা করে নীরোগ জীবন আশা করা যায় না। সৌন্দর্যের জন্য যেমন দাঁতের প্রয়োজন, তেমনি সুস্বাস্থ্যের জন্যও দাঁতের প্রয়োজন।

টুথব্রাশ
নরম থেকে মধ্যম টুথব্রাশ ব্যবহার করাই উত্তম। লক্ষ রাখবেন যে শলাকাগুলোর মাথা শক্তভাবে মেলানো ও সব শলাকা মিলে একটি পরিষ্কার সমতল ভূমির মতো তৈরি আছে। তবে যত ধরনের ব্রাশই থাকুক না কেন, দাঁত ও মাড়ির ওপর থেকে খাদ্যকণা দূর করে ফেলাই দাঁত ব্রাশ করার অন্যতম প্রধান উদ্দেশ্য।
সব প্লাক পরিষ্কার হয়েছে কি না, জানার একটি সহজ উপায় আছে। কারণ, এটা খালি চোখে নিখুঁতভাবে বোঝা মুশকিল। তাই এর জন্য রয়েছে এক ধরনের ট্যাবলেট, নাম ‘ডিসক্লোজিং ট্যাবলেট’। এই ডিসক্লোজিং ট্যাবলেট মুখে নিয়ে চোষার পর অথবা পানিতে মিশিয়ে কুলকুচি করলে লুকানো প্লাকগুলো রঙিন হয়ে যায়। তখন খালি চোখে প্লাক খুঁজে পেতে অসুবিধা হয় না। একটি টুথব্রাশ কত দিন ব্যবহার করা যুক্তিসংগত? যখন ব্রাশের শলাকাগুলো সমতল ভূমির মতো অবস্থানে না থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় চলে আসে এবং শলাকার মাথাগুলো সোজা না থেকে বাঁকা হয়ে যায়, তখন সেই ব্রাশটি ব্যবহারের উপযোগী থাকে না। নিয়মিত ব্যবহূত একটি ব্রাশ সাধারণত দুই থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করা যায়।

কতবার দাঁত ব্রাশ করবেন
প্রতিদিন দুবার দাঁত ব্রাশ করা প্রয়োজন—সকালে এবং রাতে ঘুমানোর আগে। প্রতিবারই তিন-চার মিনিট দাঁত ব্রাশের পর প্লাক পরিষ্কার হয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে।

কীভাবে দাঁত ব্রাশ করবেন
ব্রাশটিকে দাঁতের ৪৫ ডিগ্রি অবস্থানে রেখে দাঁত ও মাড়ির সংযোগস্থল থেকে শুরু করতে হবে। ব্রাশটিকে দাঁতের গোড়ার দিকে খুব ধীরে অথচ শক্তভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঝাঁকিয়ে সব দাঁতের ফাঁকের কাছে নিতে হবে। এমনভাবে ব্রাশ করতে হবে, যাতে দাঁতের বাইরের অথবা ভেতরের কোনো অংশ বাদ না পড়ে।

দাঁত পরিষ্কারের জন্য ফ্লুরাইডের ব্যবহার
ফ্লুরাইড দাঁতের ক্ষয়রোগ প্রতিরোধ করে। ফ্লুরাইড এনামেলের সঙ্গে মিলিত হয়ে এনামেলকে আরও শক্তিশালী করে এবং এসিডের আক্রমণ থেকে দাঁতকে রক্ষা করে। আমাদের দেশে ফ্লুরাইড অত্যন্ত সহজভাবে পাওয়ার একমাত্র উপায় ফ্লুরাইড টুথপেস্ট। তবে অন্যান্য উপায়েও ফ্লুরাইড পাওয়া যায়। যেমন—বিশেষভাবে প্রস্তুত ফ্লুরাইড ফোঁটা, ট্যাবলেট, জেলি এবং ফ্লুরাইড-মিশ্রিত পানি (১ পিপিএম)।
উদ্গমকালে প্রায় সব দাঁতই সুস্বাস্থ্যের অধিকারী থাকে। নষ্ট হয় শুধু আমাদের বদ-অভ্যাস এবং অনিয়মিত দাঁত পরিষ্কারের কারণে। বছরে অন্তত দুবার দন্ত চিকিৎসকের কাছে মুখ ও দাঁত পরীক্ষা করানো ভালো। যাঁদের দাঁত ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, তাঁদের মনে রাখা উচিত, দেহের কোনো অংশের যত্ন নেওয়ার দরকার বা প্রয়োজন ফুরিয়ে যায় না। স্বাভাবিক দাঁতকে যেভাবেই হোক, চিকিৎসা অথবা যত্নের মাধ্যমে টিকিয়ে রাখাই শ্রেয়, নিরাপদ। আজকাল বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে দন্ত চিকিৎসার প্রয়োগ ও প্রসার অনেক বেড়ে গেছে। তাই একটি মূল্যবান দাঁত ফেলে দেওয়ার আগে একটু ভেবে দেখা দরকার নয় কি?
ব্রাশ ও পেস্ট ছাড়াও দাঁত পরিষ্কার করা যেতে পারে। যেমন, নিমের ডালকে ব্রাশের মতো ছিলে ব্যবহার করা যায়। লক্ষ রাখতে হবে, দাঁতের ফাঁকে বা দাঁতের গায়ে লেগে থাকা খাদ্যকণা পরিষ্কার হয়েছে কি না। দাঁত পরিষ্কার করার পর একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নেওয়া ভালো, সত্যি সত্যি দাঁত পরিষ্কার হয়েছে কি না।

অরূপ রতন চৌধুরী
সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান,
ডিপার্টমেন্ট অব ডেন্টিস্ট্রি,
বারডেম হাসপাতাল,
ইব্রাহিম মেডিকেল কলেজ।
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২৪, ২০১১
Muntachir Razzaque
Senior Assistant Director (IT)

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
Mobile wireless blood pressure measurement system prototype
« Reply #1 on: November 22, 2012, 07:06:45 PM »
Mobile wireless blood pressure measurement system prototype is developed that uses Bluetooth and android mobile phone to transmit data. It attempts to solve some of the problems experienced in taking regular measurements of patients at home. The system can be used in telemedicine as individual 24 hour blood pressure monitor or it can be used by doctor on a visit to patients. The system can be improved in terms of device size and ease of use.

In future if the system concept is found useful the researcher will plan to improve by integrating mobile phone directly into blood pressure measurement unit and avoid using Android as middleware.

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
REDUCING CHEMICAL RISKS
« Reply #2 on: November 24, 2012, 01:17:19 PM »
You can take steps to protect yourself and your family from chemical risks:

• Read and follow all directions when using household chemicals. If you don’t understand something on the label, contact the manufacturer.
• Open windows to provide ventilation during and after use of certain household products, since some of these can release chemicals intoyourindoor air.
• Keep all chemical products out of sight and out of reach of children and animals. Make sure child-resistant containers are working.
• Teach children that hazard symbols on containers mean “Danger! Do not touch.”
• Consult the Air Quality Health Index, and consider adjusting outdoor activities when air quality is poor, especially if you have heart or breathing problems.
Also, visit the Government of Canada’s website on chemical substances for consumer fact sheets on:
• chemicals and children’s health
• chemicals at a glance – chemicals that are being (or have been) assessed in Canada for their possible risks to health or the environment, like lead orbisphenol A.


Offline Md. Khairul Bashar

  • Full Member
  • ***
  • Posts: 203
  • Test
    • View Profile
বইয়ের লাগি বিবাগী
« Reply #3 on: November 26, 2012, 10:07:19 AM »
১৯৫১ সাল! মাতৃভাষার জন্য দামাল ছেলেরা নেমেছে রাজপথে। নওগাঁর নিভৃত পল্লির এক তরুনও ছিলেন সেই দলে। “রাষ্ট্রভাষা বাংলা চাই” স্লোগানে স্লোগানে প্রকম্পিত ঢাকার অলিগলি। হঠাৎ মায়ের মৃত্যুর খবর। আন্দোলনের মাঝপথে সেই তরুন ফেরেন বাড়ি। মিছিল-মিটিংয়ের সেখানেই ইতি। সবার অগোচরে এই তরুন নামেন এবার পাঠাগার গড়ার লক্ষ্যে বইয়ের খোঁজে। অবশেষে তার সেই মনছবি সত্যি হয়ে ধরা দেয়। ছয় দশকের চেষ্টায় অজপাড়াগাঁয়ে ২১ হাজার বইয়ের বিরাট এক পাঠাগার দাঁড় করান তিনি।

পাঠাগার গড়েছেন ঠিকই। অন্যদিকে জীবন থেকে হারিয়েছেন অনেক কিছু। বই জোগাড় করতে গিয়ে একে একে চাকরি, ব্যবসা, জমিজমা খুইয়েছেন। বিরাগভাজন হয়েছেন প্রিয়জনের। পরম বন্ধুও হয়েছেন কারো কারো। বইপাগল এই মানুষটির নাম মোশাররফ হোসেন চৌধূরী। বাড়ি তার নওগাঁর বদলগাছি উপজেলার ভাতশাইল গ্রামে। এখানেই তিনি ভাতশাইল প্রগতি সংঘ নামের পাঠাগারটি গড়ে তুলেছেন। আশপাশের দশ গাঁয়ের মানুষ এখানে পড়তে আসে। মোশাররফের পাঠাগারের পাশে রয়েছে ভাতশাইল উচ্চবিদ্যালয়। বিদ্যালয় থেকে কয়েক শ ছাত্রছাত্রী প্রতিদিন এখানে বই পড়তে আসে।

মাটির দেয়াল ও টিনের ছাউনির ছোট্ট সেই পাঠাগারটি ঘিরে মানুষের ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। একসময় আরও জায়গার দরকার পড়ে। সাহায্যের হাত বাড়িয়ে দেন চাচাতো ভাই আব্দুল মতিন চৌধূরী। পাঠাগারের জন্য তিনি ১৫ শতাংশ জমি দেন। সে জায়গাতেই পাঠাগারটি আছে এখন। তবে আরও বড় পরিসরে। আধা পাকা ঘরটি আখন ৫০ ফুট দীর্ঘ। আছে চারটি কক্ষ, ৫২ টি স্টিল ও কাঠের আলমারি। থরে থরে সাজিয়ে রেখেছেন হাজার হাজার বই। রেজিস্ট্রার ঘেঁটে সংখ্যাটাও বললেন “ ২১ হাজার”। এর মধ্যে রয়েছে দুর্লভ কিছু পান্ডুলিপি, পল্প, কবিতা ও উপন্যাস। আরও আছে হাতে লেখা কোরআন শরীফ, তালপাতার ওপর লেখা পুঁথি, কবিতা ও গল্পের মূল্যবান প্রায় ১৩০টি বই। রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষকেরাও গবেষনার কাজে বই নেন এখান থেকে।

৮২ বছর বয়সেও চশমা পরেন না মোশাররফ। সকালে পাঠাগার খুলে কিছুক্ষন ঝাড়ামোছার কাজ করেন। তারপর একটি ছেলেকে দেখভালের জন্য রেখে নিজে বেরিয়ে পড়েন। মাইলের পর মাইল, গ্রামের পর গ্রাম দিনমান হাঁটেন একটিমাত্র বইয়ের জন্য।


Offline librarian

  • Jr. Member
  • **
  • Posts: 81
  • M.A. in ISLM (DU), M.Sc. in Math(CU), Ph.D (India)
    • View Profile
    • http://www.daffodilvarsity.edu.bd
What is life
« Reply #4 on: November 27, 2012, 11:58:18 AM »

1. Life is a challenge---------meet it
2. Life is a gift---------------accept it
3. Life is an adventure-------dare it
4. Life is a sorrow------overcome it
5. Life is a strategy--------accept it
6. Life is a duty-----------perform it
7. Life is a game--------------play it
8. Life is a mystery--------unfold it
9. Life is a song---------------sing it
10. Life is an opportunity---take it
11. Life is a promise---------fulfill it
12. Life is a struggle--------fight it
13. Life is a puzzle---------solve it
Dr. Md. Milan Khan

Offline Shamim Ansary

  • Hero Member
  • *****
  • Posts: 3735
  • Change Yourself, the whole will be changed
    • View Profile
Birbal (বীরবল), a witty jester in Mughal court
« Reply #5 on: November 27, 2012, 09:12:22 PM »
Birbal was the (Wazīr-e Azam) of the Mughal court in the administration of the Mughal emperor Akbar. He was one of his most trusted members along with being a part of Akbar's inner council of nine advisors, known as the navaratna, a Sanskrit word meaning nine jewels. Birbal was one of only a few persons other than Akbar that were Din-i-Ilahi believers.......

বীরবল:

বীরবল ১৫২৮ সালে যমুনার তীর সংলগ্ন টিকাভানপুরে এক দরিদ্র ব্রাম্মন পরিবারে জন্ম নেন। তার প্রকৃত নাম ছিলো মহেশ দাস। প্রজ্ঞা, কৌতুক ও ন্যায়-বোধের জন্যে তিনি সম্রাট আকবরের রাজসভায় একজন উপদেস্টা হন। তিনি আকবরের সামরিক ও প্রশাসনিক কর্মকান্ডের তত্ত্বাবধায়ক ছিলেন। কথিত আছে তিনি ১৫৮৩ সালে আফগানিস্থান অভিযানে মারা যান। তার মৃত্যুতে সম্রাট খুব মর্মাহত হন এবং কয়েকমাস কাল বেশ কাতর ছিলেন।

বীরবলের রচিত কবিতাও ছিলো সমাদৃত। কিন্তু তিনি বেশী পরিচিত তার প্রজ্ঞা ও যুক্তিপূর্ন বাক্য বিনিময়ের জন্যে। সম্রাট আকবরের সাথে বীরবলের কথাপোকথন আজও আমাদেরকে বীরবলের কৌতুক ও প্রজ্ঞার কথা মনে করিয়ে দেয়। এই কথাপোকথনগুলো বীরবলের গল্প হিসাবে পরিচিতি লাভ করে। তিনি হাস্য-কৌতুকের আবরনে কোন ব্যক্তি বা ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতেন। একদিন সম্রাট আকবর দরবারের সমবেত সকলকে নিয়ে খোশ-আলাপ করছিলেন। হঠাৎ সবাইকে অবাক করে তিনি জিজ্ঞেস করলেন, “ সে ব্যক্তিকে কি সাজা দেয়া হবে যে আমার গোঁফ টানবে?” কেউ বললো বেত্রঘাত। কেউ বললো, “ ব্যাটাকে শূলে চড়ান”। কেউ বললো শিরোচ্ছেদ। বীরবল চুপচাপ ছিলো। সম্রাট জিজ্ঞেস করলেন, “ কি বীরবল, তুমি কি বল?” বীরবল বললো, “জাহাপনা, তাকে মিষ্টি খেতে দিন!” সম্রাট রেগে উঠলেন। “তোমার মাথা খারাপ হয়েছে? যে ব্যাটা আমার গোঁফ টানবে তাকে মিষ্টি খেতে দেবো?” বীরবল ধীরে সুস্থে বললো, “হুজুর, আমার মাথা ঠিকই আছে। এই পৃথিবীতে আপনার পৌত্র ছাড়া আর কোন ব্যাক্তির সাহস হবে আপনার গোঁফে টান দিতে? জাহাপনা, আপনিই বলুন, আপনার গোঁফ টানার জন্যে নাতীকে মৃত্যুদন্ড নাকি মিষ্টি দিবেন?” সম্রাট বীরবলের সুক্ষ চিন্তায় আবারো খুশী হলেন।

একবার সম্রাট আকবর বীরবলকে আদেশ দিলেন তাঁর রাজ্যের সবচেয়ে বেশী চারজন বোকা লোককে ধরে নিয়ে আসতে। বীরবল সময় চেয়ে বোকা লোক খুঁজতে দরবার হল থেকে বের হয়ে গেল। রাস্তায় বের হতে বীরবল দেখলো একজন মস্ত পুরুষ বিরাট কাঁসার বাসনে করে কিছু ঝলমলে কাপড়-চোপড়, পান ও মিষ্টি নিয়ে যাচ্ছে। কৌতুহলী মনে বীরবল লোকটিকে জিজ্ঞেস করলো, “তুমি এসব জিনিস নিয়ে কোথায় যাচ্ছো? লোকটি বললো, “আমার স্ত্রী আমাকে তালাক দিয়ে অন্য একজন পুরুষের সাথে বের হয়ে গেছে। তাদের একটা সন্তানও হয়েছে। তাদের জন্যে এই উপহার নিয়ে যাচ্ছি।” বীরবল ভাবলো এই হতভাগাটার মতো দ্বিতীয় কোন বোকা লোক এই রাজ্যে বোধহয় আর নেই। বীরবল তার নাম-ঠিকানা রেখে পথ চলতে লাগলো।

কিছুটা পথ পার করে বীরবল দেখলো এক লোক মহিষের পিঠে চড়ে যাচ্ছে এবং লোকটার মাথায় বিরাট একটা ঘাসের বোঝা। বীরবল জিজ্ঞেস করলো, “তুমি মহিষের পিঠে যাচ্ছো, কিন্তু ঘাসের বোঝা নিজের মাথায় বইছো কেন?” লোকটা বললো, “ আজ্ঞে মহাশয়, আমার মহিষ গর্ভবতী। তার পিঠে বেশী ওজন দেয়া ঠিক হবেনা। আমাকে পিঠে নিয়ে হাটতেই মহিষটার কষ্ট হচ্ছে। তাই ঘাসের বোঝা মহিষের পিঠে না দিয়ে আমার মাথায় করে নিচ্ছি”। বীরবল ভাবলো এই মহেষ ওয়ালা আরেক বোকার হদ্দ। তার নাম-ঠিকানা নিয়ে বীরবল চলে গেল।

কয়েকদিন পরে বীরবল এই দু’জন লোককে নিয়ে আকবরের দরবারে হাজির হলো। বললো, “হুজুর আপনার রাজ্যে বাস করা বোকাদের দরবারে নিয়ে আসলাম”। সম্রাট বললেন, “ এখানেতো মাত্র দু’জন। আমি বলেছিলাম চারটে বোকা ধরে আনতে”। বীরবল দু’হাত জোড় করে বললো, “জাহাপনা, বোকাদের খুঁজে খুঁজে ধরে আনতে আমি হয়েছি তৃতীয় বোকা। আর বোকাদের ধরার আদেশ দিয়ে আপনি হলেন চতুর্থ বোকা। সব মিলে আমরা হলাম চার বোকা।“ বীরবলের কাছে ধৃত দু’জন বোকার কাহিনী শুনে সম্রাট আকবর হেসে ফেললেন।
« Last Edit: November 28, 2012, 11:44:07 AM by Badshah Mamun »
"Many thanks to Allah who gave us life after having given us death and (our) final return (on the Day of Qiyaamah (Judgement)) is to Him"

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
Chelsea fans publicise Benitez distaste
« Reply #6 on: November 28, 2012, 09:55:04 AM »
How can someone recover from a rancorous reception like Rafa Benitez received at Stamford Bridge on Sunday? What are their emotions during it? How do they face up to going back just three days later?
Well, somewhat surprisingly, Rafa Benitez didn't feel any weight on his shoulders during the barrage of boos he endured against Manchester City.

He did, however, feel something in his throat - but not as an effect of any emotion. Because, while the Chelsea fans were roaring angrily at Benitez before, throughout and after their 0-0 draw with the Premier League champions, he was doing some irritated shouting himself. Well, a lot of it.
"My first surprise, after nearly two years, was I lost my voice almost immediately. I need to work at that. When we are attacking, you try and give some advice to the defenders," he told reporters. "With a new system and ideas, I needed to try and be on top of them, so I tried it. I like to say something if I can to make it help."

Offline tamim_saif

  • Sr. Member
  • ****
  • Posts: 357
  • Test
    • View Profile
Barcelona vs Deportivo Alavés Preview
« Reply #7 on: November 28, 2012, 12:22:05 PM »
[SOURCE: livesoccertv]

November,2012

It is a mere formality for Barcelona to take on Alaves in the home leg, after they had comprehensively beaten them last month scoring three away goals.

Cesc FabregasIt is a mere formality for Barcelona to take on Alaves in the home leg, after they had comprehensively beaten them last month scoring three away goals.

La Blaugrana fielded an entire team of homegrown players, who graduated from the famed La Masia academy, in last Sunday’s 4-0 win over Levante.

Since this is a league fixture, expect Tito Vilanova to make wholesale changes to the squad. Youngsters such as Montoya, Gerard Deulofeu, Sergi Roberto, and Tello might get the nod to start in this cup encounter. Lionel Messi, David Villa, Xavi, Iniesta might be rested for this game. Cesc Fabregas is favourite to start in Messi’s position as a false 9.

Offline goodboy

  • Hero Member
  • *****
  • Posts: 1133
  • "Find your ways, Built your inspiration."
    • View Profile
Re: What is life
« Reply #8 on: November 28, 2012, 02:04:19 PM »
yes sir!!!
Md. Abul Hossain Shajib.
101-11-1375
Department of BBA, Sec:B.
25th Batch.
Daffodil International University.
Email: shajib_1375@diu.edu.bd
Admin Executive
creative.bd

Offline goodboy

  • Hero Member
  • *****
  • Posts: 1133
  • "Find your ways, Built your inspiration."
    • View Profile
Re: Barcelona vs Deportivo Alavés Preview
« Reply #9 on: November 28, 2012, 02:06:41 PM »
nice to know this,sir!
Md. Abul Hossain Shajib.
101-11-1375
Department of BBA, Sec:B.
25th Batch.
Daffodil International University.
Email: shajib_1375@diu.edu.bd
Admin Executive
creative.bd

Offline Badshah Mamun

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2001
    • View Profile
    • Daffodil International University
চুল পরা রোধের ভেষজ চিকিৎসা
« Reply #10 on: November 28, 2012, 02:37:17 PM »
চুল পরা রোধের ভেষজ চিকিৎসাঃ


Md. Abdullah-Al-Mamun (Badshah)
Senior Assistant Director
Daffodil International University
01811-458850
cmoffice@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd

www.fb.com/badshahmamun.ju
www.linkedin.com/in/badshahmamun
www.twitter.com/badshahmamun

Offline Md. Khairul Bashar

  • Full Member
  • ***
  • Posts: 203
  • Test
    • View Profile
Re: চুল পরা রোধের ভেষজ চিকিৎসা
« Reply #11 on: November 28, 2012, 03:14:36 PM »
thanks for sharing such useful information.................

Offline Md. Khairul Bashar

  • Full Member
  • ***
  • Posts: 203
  • Test
    • View Profile
Re: What is life
« Reply #12 on: November 28, 2012, 03:28:22 PM »
i think life is an opportunity. so, we should take it.

Offline TOFAZZAL

  • Newbie
  • *
  • Posts: 34
  • Still i am running
    • View Profile
    • http://tofazzal25.blogspot.com
Apply for International Coordinator | Youtharia:Season-III |
« Reply #13 on: November 29, 2012, 02:21:02 AM »
Youtharia: Season-III is a strategy on working with children and youth around the world in Child Rights, Education and Environment issues. The main objective is to develop environmental awareness, decision-making, exchange information and capacity building. Join us if you’ve decided to make a difference in the World and make our planet a better place to live. Youre today, tomorrow and future of the world, so never give up.

“We Think Globally, Act Globally.” – from President Desk
Apply for National/International Coordinator of Green Youth Generation during Youtharia:Season-III 2013.

After successful completion of event/activity,

You”ll be awarded by a certificate from Green Youth Generation recognized by TUNZA Eco Generation(An Environmental Networking Platform by UNEP & SAMSUNG Engineering).
You’ll be honored by Featured Youth of Green Youth Generation.
Every month, coordinator with highest number of share and likes of their Report will be awarded by a title, “Green National/International Coordinator of the Month”.
Your report will be featured in newsletter.
You may get a chance to featured in “Green Youth Generation : Magazine of Youth”, a worldwide circulated magazine.

Apply here: http://greenyouthgeneration.org/applyforyoutharia3/

Offline Farhana Helal Mehtab

  • Full Member
  • ***
  • Posts: 248
  • Test
    • View Profile
Its Gangnam style.........
« Reply #14 on: November 29, 2012, 11:16:10 AM »
Its Gangnam style.........

Yesterday, watched my Daffodil students doing ramp modeling with famous PSY’s ‘Gangnam Style’ music in Yellow-Daffodil Fashion Fest 2012. After the event they danced with Gangnam style, I was enjoying watching their footsteps & hands movements since everything was very natural, in fact the music itself helps people moving. Later I asked few students, Do you know what’s the music says?  Clear answer with little shyness, No ma’am, not exactly! Only two, whom I talked among them, could say, it’s the life style of Korean people. Yes, this is the scenario; Millions of people have now watched the Gangnam style video; most have no idea that the song mocks the Gangnam lifestyle: the excessive pursuit of image, good looks, success and affluence. Few days back, out of curiosity, I started knowing about theme & inner meaning of Gangnam style. I was surprised to see the Gangnam write ups in nets. Almost short research works for PSY’s Gangnam! Among all those works, I liked a teacher’s of my age, Erica Han Jin’s writing on Gangnam Style. Her writing was liked by hundreds of people since it was written from own experience which gives clear ideas, history of most popular Gangnam Style. Sharing her experience with forum friends:

What "Gangnam Style" Really Means -- From Someone Who Lived There

Apparently, in the 16 years since I was in Gangnam, the aspiration for a Western lifestyle has not changed much. If anything, it's on full display in the hit song “Gangnam Style,” by Korean pop star Psy. But of the millions of people who have now watched the Gangnam style video, most have little to no idea of the Psy's subtext -- that the song mocks the Gangnam lifestyle.

Sixteen years ago, after graduating from college, I started my first job as an English teacher at a public high school in Seoul, South Korea. I got the job after replying to an ad listed at my college's career services department: "Native-English speakers wanted to teach English in public schools in Seoul."   

I was placed at an all-girls high school in the wealthy neighborhood of Gangnam in Seoul. On my first day, the school's second-in-charge informed me that my predecessor (another Korean-American girl) had slacked on the job. He said Koreans "work hard" and don’t have "sick days."

That rule applied to my students as well. They attended class all day, every day without exception. After school, students went to "hak-won," or a paid private academy, until early evening and did their homework sometimes through the night.

Though English fluency was coveted, most of my students were limited to, "Hello," and, "How are you?" followed by an eruption of self-conscious laughter. One girl's English sounded like mine.  When I asked “Jenny” how she learned to speak so well, she told me her parents had sent her to the States to help her get an edge.

I met class after class of girls neatly dressed in crisp white shirts, ties, blazers and pleated skirts.  By the end of my first week, I thought I'd hit a groove –- until I got to the tenth graders' classroom.

I walked in to row after row of swollen black-eyes and dark glasses. Out of almost 30 girls in the class, two-thirds bore some facial trauma. The student leader, or "ban jjang," of the class stood up and called the others to attention. In unison, they bowed and gave me a salutation in Korean. No one acted out of the ordinary.

Later that day, a colleague explained that many of the tenth grade girls got "sang-ka-puhl-soosuhl" or plastic surgery, during the school's summer break. In Gangnam, I learned, this was a rite of passage. Most girls elected for double-eyelid surgery, which made the eyes bigger and more “Western.”

The attraction to Western culture is nothing new to Koreans. In the early 1950s during the Korean war, it was believed that some Korean women bleached their hair to attract American GIs. In the post-Cold-War era, South Koreans have embraced aspects of the West, and at the same time fought its influence.   
 
To find a pizza or ice cream in any neighborhood in Seoul, one orders a “pi-ja” or “i-suh-cream.”  You can find American movies at any “vi-de-o” store. 

The use of "Konglish” (English words adopted by the South Korean language) is a pervasive yet controversial example of American influence. Some “Konglish” words are literal translations -- bus is pronounced "beo-seu" and shopping, "syo-ping." Other words have taken on new meaning like Burberry, or “Buh-buh-rhee,” meaning trenchcoat.

“Gangnam Style” is the obsession of pretending to have it all, and the subtext that having “it” means being more Western.

In the video, Psy plays a "Gangnam" guy who describes the "sexy lady" he's looking for -- a lady, by the way, who has strawberry blond hair. The horse stables, tennis courts, and yoga classes are all Western imports -- signs of wealth and affluence in South Korea.
Psy raps about the kind of guy who can "one-shot" coffee; his ideal is "a classy girl who knows how to enjoy the freedom of a cup of coffee." Sounds kind of weird until you uncover the history of a cuppa in South Korean. Coffee, another decades old Western import, is mentioned repeatedly in the song because of the status it symbolizes.

Coffee shops, or “keo-pi syop," in Gangnam cater to a clientele who can afford, or at least appear to afford, a ₩10,000 (roughly $9) watered down cup of coffee. But when I lived in Gangnam, my friends and I knew that a lot of the clientele at these coffee shops would easily pay $9 to be seen in a keo-pi syop, only to go home later to eat a $2 bowl of ramen because they couldn’t afford anything more.

For decades in South Korea, cultural influences went mostly one way –- West to East. Now, many Koreans and Korean Americans have a deep pride in the popularity of this song.  Even so, many in the Korean community are left scratching their heads as to why this song became so popular outside of the country.

NPR claimed that South Korea and K-Pop was primed for a hit with its “wired” technological advancements.
But that doesn't explain why we love it.  When I watched it on YouTube for the first time, I thought, “Are you serious?” but even I had to admit that I liked it. At first, I explained it away -- obviously I was only drawn to the social commentary.  I wholeheartedly agreed with Psy's social satire on Gangnam culture and its obsession with affluence and appearances.

But thanks to my kid, I figured out the real reason I couldn’t stop watching. As the video starts for the umpteenth time in our house, my five-year-old's torso starts to shake and her little arms cross. She gets on her imaginary horse. She can't stop herself and she's not alone.

There is a common thread in many of these parodies -- a willingness to look utterly ridiculous as long as the group is doing it together.
Perhaps what Psy bring to the West is the Eastern ideal of connection. But if one looks, there is Jeong among the people who collaborated on these Gangnam videos. They are connected by a joyful camaraderie and unabashed ridiculousness, and it's infectious.
Perhaps we in the West are all drawn to an idea that's well-defined by Koreans -- but that is by no means unique to them -- that people are wired to join in and connect.  When given the opportunity, maybe we all want to be that five-year-old again, the one who gets on her imaginary horse and joins the fun. (by Erica Han Jin)

Farhana Helal Mehtab
Head, Law

« Last Edit: December 01, 2012, 09:30:19 AM by Farhana Helal Mehtab »