IT Help Desk > IT Forum

Google Laptop only $ 99.

(1/1)

Mohammed Abu Faysal:
স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ৯৯ ডলারে কম্পিউটার বিক্রি করবে গুগল। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক নিকোলাস নেগ্রোপন্টের ইচ্ছা ছিল কম্পিউটারকে সবার কাছে পৌঁছে দেওয়ার। গুগল তাতে সহযোগিতার হাত বাড়িয়েছিল; কিন্তু সে সময় বিষয়টিকে বাস্তবানুগ করা সহজ ছিল না। এবার তাই এই ডিসেম্বরেই স্যামসাংয়ের ২৪৯ ডলারের ক্রোমবুকে ভর্তুকি দিয়ে ৯৯ ডলারে স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়ার পরিকল্পনা নিয়েছে গুগল। নেগ্রোপন্টের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়েই কার্যক্রমটি আবার বাস্তবায়নের উদ্যোগ নিল গুগল।

Ref: http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Income&pub_no=1089&cat_id=1&menu_id=61&news_type_id=1&index=1

Navigation

[0] Message Index

Go to full version