IT Help Desk > IT Forum
Smart Phone test your Skin
(1/1)
Mohammed Abu Faysal:
মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তার ত্বকের অবস্থা নিরীক্ষণসহ ত্বকের দোষ বা খুঁত এবং রং পরীক্ষা করতে পারবে। সম্প্রতি জাপানের সৌন্দর্য সচেতনতামূলক এক অনুষ্ঠানে এটি উন্মোচিত হয়। ত্বকের এ পরীক্ষায় ব্যবহূত হবে হাডা মেমোরি (ত্বক মেমোরি) প্রোগ্রাম। মহিলারা শরীরের রঙের ওপর ট্যাব রাখলে প্রোগ্রামটি তার শক্তিশালী রেকর্ডিংয়ের মাধ্যমে ট্র্যাক পরিবর্তন করবে। ব্যবহারকারীরা তাদের ডেটা সামাজিক নেটওয়ার্ক সাইটের মাধ্যমে শেয়ারও করতে পারবেন। জাপানের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা ফুজিৎসু জানিয়েছে, সৌন্দর্য-পণ্যের বিজ্ঞাপনের লক্ষ্যেই এমন পরিকল্পনা করা হয়েছে এবং এ ধরনের সেবা দিতে তারা প্রোগ্রাম তৈরি করেছে।
ত্বক পরীক্ষার জন্য ১৫ মিলিমিটার ছিদ্রবিশিষ্ট একটি ছোট কার্ড ত্বক পরীক্ষায় সিস্টেম আকারে কাজ করবে। ব্যবহারকারীরা তাদের গালে কার্ডটি স্পর্শ করলে বা চাপ দিলেই ত্বক পরীক্ষা হয়ে যাবে। স্মার্টফোনের ক্যামেরা ত্বকের ছবি তুলবে এবং ফলাফল পর্যবেক্ষণ করবে। প্রথমে ছবি আকারে তা হাডা মেমোরিতে চলে যাবে এবং এরপর স্বয়ংক্রিয়ভাবেই স্মার্টফোন ত্বকের প্রতিবেদন প্রদান করবে।
ফুজিৎসুর স্ট্র্যাটেজিক প্যানিং ডিভিশনের সিনিয়র ব্যবস্থাপক হায়োরো আইটু বলেছেন, ‘আমরা অবশ্যই ব্যবহারকারীকে এ ব্যাপারে সঠিক সেবা বা তথ্য প্রদান করতে সক্ষম হব। আর আমাদের লক্ষ্য হচ্ছে, আগামী দুই বছরে এক মিলিয়ন ব্যবহারকারীর ত্বক এ পদ্ধতিতে পরীক্ষা করব।
arefin:
ধন্যবাদ শেয়ার করার জন্য।
Navigation
[0] Message Index
Go to full version