ইংল্যান্ডে ধূমপানের ভয়াবহতার সচিত্র বিজ্ঞাপন
ধূমপায়ীদের মনে ক্যান্সারের আশঙ্কা জাগিয়ে তুলতে ধূমপানের ভয়াবহতা তুলে ধরে ইংল্যান্ডে প্রচার করা হচ্ছে সচিত্র সিরিজ বিজ্ঞাপন।
বিজ্ঞাপনগুলোতে দেখানো হয়েছে, মাত্র ১৫টি সিগারেটই ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য যথেস্ট।
বিজ্ঞাপনগুলো টেলিভিশন, অনলাইন ও পোস্টারের মাধ্যমে প্রচার করা হচেছ।
স্বাস্থ্য বিভাগ পরিচালিত এক জরিপে দেখা গেছে, এখনো এক-তৃতীয়াংশের বেশি ধূমপায়ী মনে করে ধূমপানের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে অনেক বাড়িয়ে বলা হয়।
চিকিৎসক অধ্যাপক ডেইম সেলি ড্যাভিস বলেছেন, ধূমপায়ীরা এখনো সিরিজ বিজ্ঞাপনগুলোকে অবজ্ঞা করছে।
তিনি বলেন, “আমরা ধূমপায়ীদের বোঝাতে চাই, প্রতি প্যাকেট সিগারেট তাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।â€
“বিজ্ঞাপনগুলোতে দেখানো হয়েছে, একজন ধূমপান করছে এবং সিগারেটের বহিরাংশ ক্যান্সার আক্রান্ত হচ্ছে, ঠিক যেমনটি ঘটছে তাদের শরীরে†বলেন তিনি।
একটি দাতব্য সংস্থা জানিয়েছে, ক্যান্সারে মৃত্যুর এক চতুর্থাংশই ধূমপানের কারণে হয়। আর ক্যান্সারের অন্যতম কারণ এই ধূমপান প্রতিরোধ করাও সম্ভব।
Source: Internet