Famous > History

Language Movement-2

(1/1)

Mohammad Nazrul Islam:
ভাষা অােন্দালন--2
ভাষা অােন্দালেন অংশ গঁহন কারী িবিভন্ন ধেমর ছাতঁ-ছাতীেদর কােছ মুসলীম ছাতঁলীেগর 'মুসিলম, শব্দিট িবঁবতকর িছল । ১৯৫০ সােলর ১লা জানুয়ারী েশখ মিজবুর রহমান েগঁফতার হন এবং িতিন সুদীঘ কাল েজল খাটার পর ১৯৫২ সােলর ১৯েশ েফরুয়ারী মুক্ত হন। ১৯৫২ সােলর এিপেল নেবাদঃেম ভাষা অােন্দালন করার লেক্ষ ঢাকায় এক কনেভনশেনর অােয়াজন করা হয় । েনতৃাবৃন্দ ঢাকা বার লাইেবঁরী িমলনায়তেন ১৯৫২ সােলর ২৬ েশ এিপল এক নতুন ছাতঁ সংগঠেনর জন্ম েদন-যার নাম েদওয়া হয়-পািকস্তান ছাতঁ ইউিনয়ন । কাজী অােনায়ারুল অাজীম এবং ৈসয়দ অাব্দুস সাওারেক যুগ্ম আহব্বায়ক কের এই সংগঠেনর পঁথম আহব্বায়ক কিমিট গঠন করা হয়। ঢাকার বািহেরও িবিভন্ন েজলায় এই সংগঠনিট িবস্তার লাভ কের ।১৯৫২ সােলর ২৭েশ জানুয়ারী িবকােল পল্টন ময়দােন অনুিষ্ঠত এক জন সভায় পঁধান-মন্তীঁ খাজা নািজমুদ্দীন দ্বঃথহীন কেন্ঠ েঘাষনা কেরন-উদ্দুই হেব পািকস্তােনর একমাতঁ রাষ্টভাষা । এই েঘাষনার সােথ সােথ নতুন উেদঃােম অােন্দালেনর উওাপ ছিড়েয় পেড় । ঢাকা িবশ্বিবদঃআলয় রাষ্টভাষা সংগাঁম পিরষদ ৩০েশ জানুয়ারী ছাতঁ ধমঘেটর আহব্বান কের এবং ঢাকা েজলা বার লাইেবঁরীেত এক আেলাচনা সভায় মাওলানা ভাসানীর সভাপিতেত্ব সবদলীয় রাষ্টভাষা সংগাঁম পিরষদ গিঠত হয়। এই কিমিটেত উপিস্থত িছেলন-েখলাফেত রাব্বানী পািটর আবুল হািশম, আওয়ামী মুসিলম লীেগর সাধারন সম্পাদক শামছুল হক, আতাউর রহমান খান, সাপ্তািহক ৈসিনেকর সম্পাদক অাব্দুল গফুর, তমদ্দুন মজিলেসর অাবুল কােশম, েলবার েফডােরশেনর সভাপিত কামরুদ্দীন আহম্মদ, পূব-বঙ্গ আইন পিরষেদর সদসঃ খয়রাত েহােসন, আেনায়ারা খাতুন, নবাবগঞ্জ আওয়ামী মুসিলম লীেগর আলমাস আলী, ও আব্দুল আউয়াল, িরক্শা চালক ইউিনয়েনর সভাপিত-ৈসয়দ আব্দুর রিহম, েতায়াহা ও অিল আহাদ। পূব-পািকস্তান আওয়ামী মুসিলম লীেগর শামছুল হক ৈচাধূরী, খােলক েনওয়াজ, সব-দলীয় রাষ্টভাষা সংগাঁম পিরষেদর আহব্বায়ক কাজী েগালাম মাহবুব, িসিভল িলবািট কিমিটর িমজা েগালাম হািফজ এস এম হেলর সহ-সভাপিত-মিজবুল হক, সাধারন সম্পাদক েহদােয়ত ৈচাধূরী, এফ. এইচ হেলর ছাতঁসংসেদর সভাপিত-শামছুল আলম,ও সাধারন সম্পাদক আএনায়ারুল হক খান । ঢাকা েমিডেকল কেলজ ছাতঁসংসেদর িভ.িপ েগালাম মওলা, ও ঢাকা িবশ্বিবদঃঃালেয়র রাষ্টভাষা সংগাঁম পিরষেদর আহব্বায়ক আব্দুল মিতন, ৈসয়দ নূরুল হুদা, শওকত আলী, আখতান উিদ্দন । চলেব----------------

Navigation

[0] Message Index

Go to full version