Faculty of Science and Information Technology > Science and Information

Own Operating System of India

(1/1)

Narayan:
নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির ঘোষণা দিয়েছে ভারত। ইতোমধ্যে ‘ভারত অপারেটিং সিস্টেম সলিউশনস’ সংক্ষেপে ‘বস’ নামের একটি অপারেটিং সিস্টেম চালু করেছে। এতে ভারতের মানুষ নিজস্ব ভাষায় কম্পিউটারে অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে। খবর টেকট্রির।

দেশটির ‘ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও) অপারেটিং সিস্টেমটি তৈরির কাজ শুরু করেছে।  সিস্টেমটির বিশেষ বৈশিষ্টের কথা প্রকাশ করেছে ডিআরডিও। ওই অপারেটিং সিস্টেমে যা কিছু থাকবে তা লিনাক্স এবং উইন্ডোস অপারেটিং সিস্টেমের চেয়ে ব্যতিক্রমী হবে বলে জানিয়েছে টেকট্রি।

টেকট্রির প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, “তথ্যের নিরাপত্তা ও প্রযুক্তির উৎকর্ষতায় অবদান রাখতে ইতোমধ্যে কাজ শুরু করেছে ভারতের প্রযুক্তিবিদরা। তাছাড়া তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে এখন আর বিদেশী অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরশীল থাকতে রাজি নয় ভারত। ১৮ মাস ধরে চলছে নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির কাজ। এ প্রচেষ্টায় যোগ দিয়েছেন ১৫০জন ইঞ্জিনিয়ার।” অপারেটিং সিস্টেমটি ভারতের সাইবার প্রতিরক্ষায় ব্যবহার করা হবে বলে জানিয়েছে টেকট্রি।

ভারত এখনো প্রযুক্তিপণ্যের অধিকাংশ হার্ডওয়্যার আমদানীকৃত। আমদানী হ্রাস করে দেশেই হার্ডওয়্যার তৈরির চিন্তাভাবনাও চলছে বলে জানিয়েছে টেকট্রি।

Original Source: http://www.tunerpage.com/archives/199030

Md Asraful Alam:
Really amazing
Isn't it possible in our country ???

Navigation

[0] Message Index

Go to full version