Faculty of Humanities and Social Science > Journalism & Mass Communication
Record in Guinness Book of World
(1/1)
Md. Khairul Bashar:
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের রেকর্ডটির ক্ষেত্রে মানুষের মৃত্যুর অনিশ্চয়তা এতোটাই ওতোপ্রোতভাবে জড়িত যে আজ যিনি ১১৫ বছর বয়সে রেকর্ডের পাতায় সবচেয়ে বয়স্ক, কাল তার মৃত্যুর পর হয়তো ১১০ বছরের কেউও সেই রেকর্ডটির মালিক হতে পারেন। তাছাড়া পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সকল জীবিত মানুষের নির্ভুল বয়সের কোনো তথ্যভান্ডার না থাকায় অনেক সময় এ ধরনের রেকর্ডের ক্ষেত্রে তথ্য বিভ্রাটের মুখেও পড়তে হয় গিনেজ কর্তৃপক্ষকে। তবে বিদ্যমান সব তথ্য বিশ্লে¬ষণ করে কিছুদিন পর পর গিনেজের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয় সে অনুযায়ী এখন বিশ্বের সবচেয়ে বয়সী মানুষ হলেন জাপানের জিরোমন কিমুরা। রেকর্ড লিপিবদ্ধ করার দিনে ১১৫ বছর ২৫৩ দিন বয়সী এই ব্যক্তি শুধুমাত্র বেঁচে থাকা পুরুষদের মধ্যেই সবচেয়ে বেশি বয়সী নন, বরং বিশ্বের সকল নারী-পুরুষ মিলিয়েও তার বয়স সবচেয়ে বেশি। জাপানের কিয়োটোতে ১৮৯৭ সালের ১৯ এপ্রিল জন্ম নেওয়া কিমুরা জাপানের একটি ডাকঘরে ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরি করেন। এরপর কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলেন ৯০ বছর বয়স অবদি। নিজের এই দীর্ঘ জীবন পরিক্রমায় কিমুরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আমুল পরিবর্তন যেমন দেখেছেন তেমনি তিনটি শতক দেখা এই প্রবীণের জীবদ্দশায় যুক্তরাজ্যের ৬টি রাজত্ব, জাপানের পাঁচজন সম্রাট এবং আমেরিকার ২০ জন রাষ্ট্রপ্রধানের পট পরিবর্তন হয়েছে।
Source: http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMTJfMjlfMTJfMV8zNF8xXzcxNjE=
Navigation
[0] Message Index
Go to full version