Faculty of Humanities and Social Science > Journalism & Mass Communication

Get DITF Goods through Online

(1/1)

Md. Khairul Bashar:
ঢাকায় ১ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় ১৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০১৩-এর পণ্য অনলাইনে কেনা যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে এই ই-কমার্স সাইটের কাজ করছে ফিউচার সলিউশন ফর বিজনেসের (এফএসবি) অঙ্গপ্রতিষ্ঠান আমার দেশ আমার গ্রাম (www. amardeshamargram.com)। সহযোগিতা করছে বাংলাদেশ ব্র্যান্ডস।

ডিজিটাল ডিআইটিএফ নামের এই ওয়েবসাইটে (www.ditfeshop.com) ঘরে বসেই ক্রেতারা কিনতে পারবেন বাণিজ্য মেলায় থাকা বিভিন্ন পণ্য। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্যাভিলিয়ন ও স্টলের লোগোতে ক্লিক করলেই পাওয়া যাবে ওই সব পণ্য। সেখান থেকেও কেনা যাবে পণ্য। এবারই প্রথম এ ধরনের আয়োজন প্রসঙ্গে ইপিবির ভাইস চেয়ারম্যান সুভাশিস বোস গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে আমাদের এ ডিজিটাল উদ্যোগ। দেশে কিংবা প্রবাসে যাঁরা বাণিজ্য মেলার পণ্য সম্পর্কে জানতে চান, কিনতে চান, তাঁদের সহযোগিতার জন্য আমরা এ ব্যবস্থা চালু করেছি। এক কথায় সবার কাছে পণ্য সম্পর্কে জানানো এবং পৌঁছানোর জন্য আমাদের এ উদ্যোগ।’ এ ছাড়া এবারের মেলায় স্টল, প্যাভিলিয়নের পণ্য এবং লোকেশনের খবরও বড় মনিটরের মাধ্যমে আগ্রহী দর্শকেরা জানতে পারবেন বলেও জানান তিনি।

এফএসবির ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান প্রথম আলোকে বলেন, ‘আগ্রহী যে কেউ বিনা মূল্যে নিবন্ধন করে এই ওয়েবসাইটে মেলার পণ্য কিনতে পারবেন। প্রতিটি পণ্যের মূল্য দেওয়া রয়েছে, যেখানে যুক্ত হবে শুধু সরবরাহ খরচ। পণ্য কেনার পর পণ্য নির্দিষ্ট গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।’ পণ্য কেনার ক্ষেত্রে ভিসাকার্ড, মাস্টারকার্ড, কিউ ক্যাশ, বিকাশ পদ্ধতি ব্যবহার করা যাবে বলেও জানান তিনি।


Source: http://www.prothom-alo.com/detail/date/2012-12-30/news/317254

Navigation

[0] Message Index

Go to full version