রুম হিটার

Author Topic: রুম হিটার  (Read 1282 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2674
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
রুম হিটার
« on: January 09, 2013, 03:49:12 PM »


নাসরিন সুলতানা কাজল
ঋতু বদলের পালায় চলে এসেছে শীত। তাই শীতের কাঁপন লেগেছে শহর-গ্রাম সবখানে। গ্রামে শীতের সম্বল লেপ আর আগুন হলেও শহরের রূপ ভিন্ন। নগরবাসী আগুন জ্বালিয়ে উত্তাপের ব্যবস্থা করতে পারে না, তবু ঘরেই আরামের ব্যবস্থা করে। শহরের বদ্ধ ঘরে শীতের প্রকোপ খুব বেশি না হলেও ঠাণ্ডা ভাবটা কাটাতে পারেন রুম হিটার দিয়ে।

ধরন
বাজারে বিভিন্ন কম্পানির রুম হিটার আছে। মিয়াকো, সাচী, নোভা_এসব চায়না কম্পানির পণ্য পাওয়া যাচ্ছে। সব কম্পানিই দিচ্ছে তিনটি করে সাইজ_বড়, মাঝারি ও ছোট। সব রুম হিটারেই আছে ফ্যানের বাড়তি সুবিধা। বিদ্যুতে রুম হিটার ঘরের তাপমাত্রাকে করবে উষ্ণ। আবার গরমের দিনে রুম হিটারের পরিবর্তে ফ্যানও চালানো যাবে। তা ছাড়া সব কম্পানি তাদের পণ্যের সঙ্গে দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি সুবিধা। নিউ মার্কেটের এ এইচ এন্টারপ্রাইজের বিক্রয়কর্মী সুলতান আল মাহমুদ জানান, রুম হিটার যেহেতু শীতের দিনে বেশি ব্যবহার করা হয় সেহেতু এটি নষ্ট হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ইলেকট্রনিঙ্রে দোকানগুলোতে নিয়ে গেলে তারা ঠিক করে দেয়।

দরদাম
রুম হিটারের বড়, ছোট, মাঝারি তিনটি সাইজই পাওয়া যাবে ২০০০ টাকা থেকে ৪৫০০ টাকার মধ্যে। কম্পানিভেদে দামের তারতম্য আছে। আর মেরামতের কাজ করাতে পারেন ২০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে।

পাবেন
নিউ মার্কেট, গুলিস্তান, মিরপুর, গুলশান, ধানমণ্ডি, ফার্মগেট ও বসুন্ধরা সিটির ইলেকট্রনিঙ্রে দোকানগুলোতে রুম হিটার পাওয়া যায়।