Religion & Belief (Alor Pothay) > Allah: My belief
আসুন সৎকর্মের প্রতিযোগিতা করি
(1/1)
bipasha:
একদা হযরত ঈসা আলাইহিস সালাম-এর সাথে পথ চলাকালে পাপিষ্ঠ ইবলীসের দেখা হয়ে গেল । ইবলীসের একহাতে ছিল কিছু মধু ও অন্যহাতে ছিল কতগুলো ভস্ম । হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এসব দিয়ে কি করছ ? ইবলীস বলল, যারা গীবত ও পরনিন্দা করে মধু আমি তাদেরকে পান করাই । আর ভস্ম আমি ইয়াতীম বালক-বালিকার মুখে মেখে তাদের চেহারা বিশ্রী করে দেই । যা দেখে লোকেরা তাদের প্রতি দয়ার্দ্র না হয় ।
রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইয়াতীমদের প্রতি জুলুম করলে তার কান্নার কারণে আরশে মুআল্লা কেপে উঠে । তখন আল্লাহ পাক ফিরেশতাদেরকে ডেকে বলেন, তোমারা দেখ তো যার পিতাকে আমি দুনিয়া থেকে উঠিয়ে এনেছি সেই ইয়াতীম শিশুকে কে এরুপ ক্রন্দন করাচ্ছে ?
(ইমাম গাযযালী রহমাতুল্লাহে আলাইহি এর কিতাব মুকাশাফাতুল ক্বুলুব-পৃষ্ঠাঃ ১১৫)
Navigation
[0] Message Index
Go to full version