Religion & Belief (Alor Pothay) > Hajj
ISLAMIC HISTORICAL PLACE RARE PHOTO HERE
(1/1)
BRE SALAM SONY:
মহানবী হযরত মুহাম্মদ (সা:নামায পড়ার স্থান)
মেহমানদের বসার স্থান
please visit this site get more
www.zilhajjtravels.com
www.realestate-bd.com
নবী (সা·) মসজিদে বলেছিলেন, হঠাৎ শয়তানের আগমন ঘটল সেখানে। শয়তানকে দেখে নবী (সা·) বললেন, কিরে, শয়তান, তুই আবার এখানে এসেছিস কেন? তুই তো পাপিষ্ঠ। শয়তান বলল, না গো নবী মুহাম্মদ, আমি আজ পাপ নিয়ে আসিনি। আমি আজ এমন একটি দোয়া নিয়ে এসেছি, যা পাঠ করলে কিয়ামতের দিন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে। নবী (সা·) একথা শুনে তো অবাক। ইবলিস আজ আবার একি সব কথা বলছে?
হযরত জিব্রাইল আলাইহিসসালামের আগমন ঘটল তখন। তিনি এসে নবীকে (সা·) বললেন, না হে প্রিয়তম নবী! ইবলিস আজ কোন মিথ্যা কথা বলছে না। সত্যই বলছে সেসব। কিন্তু আফসোস! ইবলিস তার মৃত্যুর একশ’ বছর আগেই এ দোয়া ভুলে যাবে। আপনি এ দোয়া লিখে নিন এবং আপনার উম্মতদের এ দোয়া পাঠে উদ্বুদ্ধ করুন।
দোয়াটি এখানে দেয়া হল-
ওয়াল্লাহু আ’লা কুল্লি শাইয়িন ক্বাদির। আল্লাহুম্মা ইয়া ইন্নামাল বাসারী ওয়া ইয়া আজিমাল খাতারী। ওয়া ইয়া ওয়াসিয়াল মাগফিরাতী। ওয়া ইয়া আজিজাল মান্নি ওয়া ইয়া মালিকি ইয়াওমুদ্দিন বিহাক্বী ইয়্যা কানা’বুদু ওয়া ইয়্যা কানাছতাঈন। বিরাহমাতিকা ইয়া রাহমানুর রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইলাহাল আলামীন ওয়া ইয়া খাইরান নাছিরিন। ওয়া ইয়া গিয়াসাল মুস্তাগিছিনা বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
Navigation
[0] Message Index
Go to full version