Faculties and Departments > Faculty Forum
নারী ধূমপায়ীদের মৃত্যুহার ‘বেড়েছে’
(1/1)
Shamsuddin:
নারী ধূমপায়ীদের মৃত্যুহার ‘বেড়েছে’
বর্তমানে নারীরা কম বয়সে ধূমপান শুরু করছে এবং তুলনামূলকভাবে বেশি সিগারেট ফুঁকছে বলে নাটকীয়ভাবে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বেড়ে গেছে।
‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’ নামক সাময়িকীতে প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানে নারী মৃত্যুহার এখন পুরুষ মৃত্যুহারের প্রায় সমান।
যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখ নারীর ওপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য পেয়েছেন গবেষকরা।
১৯৫০ ও ১৯৬০’র দশকে নারীরা ধূমপান শুরু করে। সেসময় অ-ধূমপায়ী নারীদের তুলনায় ধূমপায়ী নারীদের ফুসফুস ক্যান্সারে মৃত্যু ঝুঁকি ছিল তিনগুণ বেশি।
পরবর্তীতে ২০০০ থেকে ২০১০ পর্যন্ত চিকিৎসা সম্পর্কিত নথি পর্যালোচনা করে দেখা যায়, অধূমপায়ী নারীদের তুলনায় ধূমপায়ী নারীদের ফুসফুস ক্যান্সারে মৃত্যু ঝুঁকি ২৫ গুণ বেশি।
১৯৮০’র দশকে পুরুষদের মাঝে এ অনুপাত ছিল বলে জানিয়েছেন গবেষকরা।
গত বছর প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, যারা ধূমপান করেন না তাদের তুলনায় ধূমপায়ী নারীরা এক দশক আগে মারা যায়।
তবে যারা ৩০ বছরের মধ্যে ধূমপান ছেড়ে দেয় তারা পুরোপুরিভাবে ধূমপানে মৃত্যুঝুঁকি এড়াতে পারে। অন্যদিকে, ৪০ বছরের মধ্যে ধূমপান ত্যাগ করলে এ ঝুঁকি কিছুটা থেকেই যায়।
গবেষণার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার রিচার্ড পেটো বলেছেন, “নারীরা যদি পুরুষদের মতো ধূমপান করে, তাহলে তাদের মৃত্যু হারও পুরুষের মতই হবে।â€
Source: Internet
Abu Kalam Shamsuddin
Lecturer
Department of Multimedia Technology and Creative Ats
DIU
tany:
good post..
Navigation
[0] Message Index
Go to full version