IT Help Desk > Telecom Forum
আমেরিকায় মোবাইল ফোন আনলক নিষিদ্ধ
(1/1)
arefin:
আমেরিকায় মোবাইল ফোন আনলক করা নিষিদ্ধ ঘোষনা করা হচ্ছে। এর ফলে একজন গ্রাহক তার ফোনটি নিয়ে অন্য একটি অপারেটরের সিম কার্ড নিয়ে ব্যবহার করতে পারবেন না। কেউ এই নিয়ম ভাঙ্গলে সর্বোচ্চ ২৫০০ ডলার জরিমানা হতে পারে।
একাধিক নেটওয়ার্কের সিম কার্ড ব্যবহারের জন্য মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম পাল্টে ফেলা বা আংশিক পরিবর্তন করাকে প্রচলিত ভাষায় ‘জেইলব্রেকিং’ বলা হয়।
বাংলাদেশে একে অনেক সময় মোবাইল ‘ফ্ল্যাশ' বলা হয়। ব্যক্তিগত স্মার্টফোন দেশের বাইরে ব্যবহারের সময় বাড়তি বিলের ঝামেলা এড়াতে ‘আনলক’ করিয়ে থাকেন অনেক মার্কিন নাগরিকই। তবে নিয়ম মেনে মোবাইল ফোনের লক খোলাতে হলে মোবাইল ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর কাছে বিশেষ আবেদন করতে হয়।
এতে মোবাইল ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছে আলাদা চার্জ করে থাকে।
২০১২ সালের অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইনের একটি পরিবর্তনের কারণে কোনোরকম অনুমতি ছাড়াই ৯০ দিনের জন্য মোবাইল অনলক করার সুবিধা পেয়েছিলেন মার্কিন গ্রাহকরা। শনিবারের পর থেকে আবার আগের মতো অনুমতি নিয়ে সফটওয়্যার লক খুলতে হবে গ্রাহকদের।
এদিকে মোবাইল ফোনের লক যখন ইচ্ছে খোলার ব্যাপারটি বৈধ করার দাবিতে হোয়াইট হাউজের উদ্দেশ্যে করা হয়েছে অনলাইন পিটিশন। ইতোমধ্যেই পিটিশনটিতে ৩ হাজার ৫০০ গ্রাহক স্বাক্ষর করেছেন। তবে মার্কিন সরকারের সাড়া পেতে অন্তত ১ লাখ গ্রাহকের স্বাক্ষর লাগবে।
Navigation
[0] Message Index
Go to full version