IT Help Desk > Use of PC

বাজারে ডব্লিউডি’র তিন টেরাবাইট হার্ডডিস্

(1/1)

Sultan Mahmud Sujon:
বিশ্বিনন্দিত ওয়েস্টার্ন ডিডিজটাল ব্রান্ডের তিন টেরাবাইট তথ্য ধারণ ক্ষমতার পরিবেশ বান্ধব হার্ডডিস্ক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডব্লিউডি৩০ইজেডআরএক্স মডেলের এই এক্সটার্নাল হার্ডডিস্কটিতে প্রতি সেকেন্ড ৬জিবি তথ্য আদান-প্রদান করা যায়। এর রয়েছে ৬৪এমবি ক্যাশ। এতে গ্রিন পাওয়ার টেকনোলজি ব্যাবহার করায় অলস সময়ে হার্ডডিস্কটি হাইবার মুডে থাকে। ফলে সাধারণ হার্ডডিস্কের তুলনায় প্রায় ১৮ শতাংশ বিদ্যুত খরচ বাঁচে। একই সাথে এটি কাজ করে নি:শব্দে, খুব একটা গরমও হয় না। আর ইন্টিলিজেন্স পাওয়ার প্রযুক্তির কারণে প্রতিমিনিট ঘূর্ণন গতি এখন আর নির্দিষ্ট নয়, প্রয়োজনীয় গতিতেই কাজ করবে এটি। দুই বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধাযুক্ত এই হার্ডডিস্কটির দাম ১৭ হাজার টাকা। বিস্তারিত: ০১৭৩০ ৩৩ ৪১৫৯।

ictnews

Navigation

[0] Message Index

Go to full version