Faculties and Departments > Faculty Forum
অ্যাকুরিয়ামে রোবট মাছ!
nmoon:
অ্যাকুরিয়ামে যারা মাছ পুষতে পছন্দ করেন, কিন্তু খাবার-দাবার দিয়ে ঠিকমতো দেখাশোনা করার মতো সময় ও উৎসাহ পাননা, তাদের জন্য সুখবরই বটে। এখন অ্যাকুরিয়ামের জলেই সাঁতার কাটবে রোবট ফিস। ম্যাশেবল জানিয়েছে, টয় ফেয়ার ২০১৩-তে ৯.৯৯ ডলারের রোবট মাছটি এনেছে খেলনা নির্মাতা জুরু।
জুরুর তৈরি রোবট মাছটি আকারে হাতের তালুর সমান। হাত ঘড়ির দু’টি ব্যাটারি দিয়েই চলে যান্ত্রিক মাছটি। কেনার সময় আরো দু’টি ব্যাটারি পাওয়া যাবে। আর অ্যাকুরিয়ামের জলে ছেড়ে দিলেই সাঁতার কাটতে শুরু করে দেবে মাছটি। কয়েক ফিট দূর থেকে দেখে বোঝার কোনো উপায়ই নেই যে, মাছটি আসল নয় বরং যন্ত্রচালিত।
আসল মাছের মতোই একেকবার একেক দিকে সাঁতার কাটবে মাছটি। আবার জল থেকে উঠিয়ে নিলেই থেমে যাবে ছটফটানি। হাঙ্গরের আদলে তৈরি প্রতিটি রোবট ফিসের দাম ৯.৯৯ ডলার, আর ১৯.৯৯ ডলারে সঙ্গে পাওয়া যাবে এর জন্য অ্যকুরিয়ামও।
sumon_acce:
Its a great invention......but its like a toy......only Allah can give life in anything.
nayeemfaruqui:
Advanced science...Nice post
Tajmary:
Interesting...news..
tany:
interesting...
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version