Faculties and Departments > Faculty Forum
নতুন ডিজাইনে উইকিপ্যাড গেইমিং ট্যাবলেট
(1/1)
nmoon:
উইকিপ্যাডের আগের মডেলটির মতোই নতুন উইকিপ্যাডের সঙ্গে আছে সংযোগ উপযোগী গেইম কন্ট্রোলার। নতুন ফিচারের মধ্যে রয়েছে ১২৮০ বাই ৮০০ পিক্সেলের ৭ ইঞ্চি স্ক্রিন। কন্ট্রোলার ছাড়া ট্যাবলেটটির ওজন মাত্র ৩২০ গ্রাম, পুরুত্ব দশমিক ৪২ ইঞ্চি।
ট্যাবলেটটির রয়েছে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে মেমোরি বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। ট্যাবলেটটি চলবে এনভিডিয়ার তৈরি টেগরা থ্রি প্রসেসরে। আরো আছে কোয়াড কোর সিপিইউ, ব্যাটারি বাঁচাতে পঞ্চম একটি কোর, ১২ কোরের জিপিইউ এবং ১জিবি ডিডিআরথ্রি র্যাম। ট্যাবলেটটি চলবে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেমে।
ভিডিও চ্যাটও করা যাবে ট্যাবলেটটির ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আর মাইক্রোফোন দিয়ে। আলাদা স্ক্রিনে গেইম খেলার জন্য আছে এইচডিএমআই আউটপুট এবং ইন্টারনেট ব্যবহারের জন্য আছে ওয়াই-ফাই সংযোগ।
এনভিডিয়ার টেগরাজোন, বিগ ফিশ আনলিমিটেড এবং প্লেস্টেশন মোবাইলের মতো গেইমিং সার্ভিস ব্যবহারের জন্য আগে থেকেই ইনস্টল করা থাকবে প্রয়োজনীয় অ্যাপ।
উইকিপ্যাড গেইমিং ট্যাবলেট প্রথমবারের মতো জনসম্মুখে দেখানো হয়েছিলো ২০১২ সালের কনজিউমার ইলেকট্রনিক্স শোতে। গেইমিং ট্যাবলেটটির মূল ভার্সনটি ছিলো ১০ ইঞ্চি স্ক্রিনের। কিন্তু প্রাথমিক ভার্সনটিতে ত্রুটি থাকায় নতুন করে ডিজাইন করা হয়েছে গেইমিং ট্যাবলেটটি।
Tajmary:
great news..
tany:
good post..
Navigation
[0] Message Index
Go to full version