আদর্শ নারী | Adarsha Nari

Author Topic: আদর্শ নারী | Adarsha Nari  (Read 6923 times)

Offline bipasha

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 504
    • View Profile
আদর্শ নারী | Adarsha Nari
« on: February 19, 2013, 10:07:27 AM »
যারা দাঁড়ি,টুপি, বোরকা অর্থাৎ নবীর সুন্নাত আর আল্লাহর নির্দেশ পালন করাকে ঠাট্টা-বিদ্রুপ করে আবার নিজেদেরকে মুসলিম বলে দাবি করে একে তো নিজেরা আল্লাহর আদেশ মানছেন না তারা, উল্টো যারা মানার চেষ্টা করছে তাদের নানাভাবে বিদ্রুপ করছে। তাদের উচিৎ নীচের আয়াতটি ভাল করে স্মরণ রাখা-

যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস কর, তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তাঁর হুকুম আহকামের সাথে এবং তাঁর রাসূলের সাথে ঠাট্টা করছিলে? যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস কর, তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তাঁর হুকুম আহকামের সাথে এবং তাঁর রাসূলের সাথে ঠাট্টা করছিলে?

{সূরা তাওবাঃ ৬৫-৬৬}

## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।