Religion & Belief (Alor Pothay) > Hadith

হযরত মাওলানা ইলিয়াস রাহ.-এর মালফূযাত থেকে

(1/1)

bipasha:
হযরত মাওলানা ইলিয়াস রাহ.-এর মালফূযাত থেকে

হযরত মাওলানা বলেন, ইলম থেকে আমল পয়দা হওয়া চাই আর আমল থেকে যিকির। তাহলেই ইলম ইলম হবে এবং আমল আমল হবে। ইলম থেকে যদি আমল পয়দা না হয় তাহলে তা পুরাপুরি অন্ধকার আর আমল থেকে যদি আল্লাহর স্মরণ পয়দা না হয় তাহলে তা প্রাণহীন। আর ইলমহীন যিকর হচ্ছে ফিৎনা। (মালফূযাত : ৬৩)

Navigation

[0] Message Index

Go to full version