Religion & Belief (Alor Pothay) > Hadith

Daily Hadith in Bangla (বাংলায় হাদিস প্রতিদিন)

(1/1)

bipasha:
“শীঘ্রই এমন একসময় আসবে, যখন এই পৃথিবীর বিভিন্ন জাতিরা একে অপরকে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য পরস্পরকে আহবান করবে, যেভাবে ক্ষুধার্ত নেকড়ে তাদের খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে।”

কেউ একজন জিজ্ঞেস করলেন,“সেই সময় কি আমরা সংখ্যায় কম থাকবো?”

উত্তরে রাসুল(সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন,
“না, সে সময় সংখ্যায় তোমরা হবে অগণিত। কিন্তু'তোমরা হবে বানের জলে ভেসে আসা খড়কুটোর মতো [অর্থাৎ, শক্তিহীন]। শত্রুদের অন্তরে তোমাদের সম্পর্কে যে ভয় আছে আল্লাহ তা উঠিয়ে নেবেন এবং তোমাদের অন্তরে তিনি ওয়াহন নিক্ষেপ করবেন।”

একজন সাহাবী জিজ্ঞেস করলেন,“ইয়া রাসুলুল্লাহ! ওয়াহন কি?”

রাসুল(সাঃ) বললেন,“দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুর প্রতি ঘৃণা।”

[আবু দাউদ এবং আহমদ]

Navigation

[0] Message Index

Go to full version