Famous > Person

Nicolaus Copernicus

(1/1)

Shamim Ansary:
আজ ১৯ ফেব্রুয়ারী। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাসের ৫৪০ তম জন্মদিন। তিনিই প্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন। ইউরোপীয় মধ্যযুগের তৎকালীন পোলীয় রাজ্যের তরুণ (Toruń) শহরে নিকোলাস কোপার্নিকাসের জন্ম হয়। তাঁর প্রকৃত পোলীয় নাম ছিল মিকলাই কপের্নিক। তাঁর বাবা একজন তামা ব্যবসায়ী ছিলেন বলে পরিবারের নাম ছিল কপের্নিক্‌ (Kopernik) বা "তামা-ওয়ালা"। কথিত আছে কোপের্নিকুস মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা যান। বলা হয়ে থাকে, মৃত্যুর সময় তাঁর হাতে তাঁর লেখা অতি বিখ্যাত বই De revolutionibus এর একটি কপি দেয়া হয়েছিল। এর মাধ্যমে যেন তিনি তাঁর সারা জীবনের কার্যক্রমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছিলেন। বলা হয়ে থাকে, তিনি স্ট্রোক করেছিলেন। স্ট্রোকের পর কোমায় চলে যান। কোমা থেকে উঠে তাঁর অতি প্রিয় বইটির দিকে তাকান এবং শান্তিতে মৃত্যুবরণ করেন।

Navigation

[0] Message Index

Go to full version