বায়ুদূষণ বিশেষত, যানবাহনের ধোঁয়ায় দূষিত বাতাসের মধ্যে বসবাসকারী গর্ভবতী নারীরা কম ওজনের শিশু জন্ম দিতে পারে বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক গবেষণায়।
‘দ্য ইন্টারন্যাশনাল কোলাবরেশন অন এয়ার পল্যুসন অ্যান্ড প্রেগন্যান্সি আউটকাম’ (আসিএপিপিও) গবেষণা প্রতিষ্ঠান ৯ টি দেশের ৩০ লাখেরও বেশি শিশুর জন্মের ওপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছেছে।
গবেষকরা বলেন, দূষিত বাতাসের ক্ষতিকারক প্রভাব মানুষের ওপর খুব সামান্য হলেও পুরো জনগোষ্ঠির উপর এর প্রভাব লক্ষ্যণীয়।
কম ওজন নিয়ে জন্মানো শিশুদের ক্ষেত্রে অকাল মৃত্যুসহ বিভিন্ন রকম স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি থাকে।
এ সমস্যার শিকার অধিকাংশ শিশুই বেঁচে যায়; কিন্তু পরিণত বয়সে তাদের ডায়াবেটিস এবং হৃদরোগের ভোগার সম্ভাবনা প্রবল।
অধ্যাপক ট্রেসি উডরুফ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও সানফ্রান্সিসকোর একদল সহযোগীদের নিয়ে গবেষণাটি চালান।
গবেষণায় দেখা গেছে, নবজাতকের ওজন বায়ুদূষণের মাত্রার ওপর নির্ভর করে। যে অনাগত সন্তান যত বেশি দূষণের শিকার হয়েছে সে তত কম গড় ওজন নিয়ে জন্মায়।