Faculties and Departments > Departments

নেক্সাসে আসছে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.২.২

(1/1)

nmoon:


বরাবরের মতোই অপারেটিং সিস্টেমের আপডেট নিয়ে বিস্তারিত কোনো কিছু জানায়নি গুগল। অপারেটিং সিস্টেমটির পুরনো ভার্সনের সঙ্গে নতুনটির পার্থক্য কি হতে পারে, সে ব্যাপারে নিরবতা পালন করছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েড ৪.২.২ অপারেটিং সিস্টেম আপডেটের ব্যাপারে অনলাইনে জানান একাধিক নেক্সাস ডিভাইস ব্যবহারকারী। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটির নতুন আপডেট নিয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও আপডেটটি নেক্সাস ডিভাইসের ব্লুটুথের এটুডিপি স্ট্রিমিংয়ের সমস্যাগুলো সমাধান করবে বলেই মনে করছেন টেক বোদ্ধারা।

Navigation

[0] Message Index

Go to full version