Faculties and Departments > Departments

Laser cooling system helpful for Environment

(1/2) > >>

nmoon:

লেজার কুলিং সিস্টেম নিয়ে গবেষণায় নেতৃত্ব দেন এনটিইউ-এর স্কুল অফ ফিজিকাল অ্যান্ড ম্যাথমেটিকাল সায়েন্সের সহ-অধ্যাপক ঝিওং কাইহা। লেজার রশ্মি ব্যবহার করে ক্যাডমিয়াম সালফাইডের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনতে সক্ষম হন বিজ্ঞানীরা।

বর্তমানে ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজার (এমআরআই) থেকে শুরু করে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্যাটেলাইট ক্যামেরায় ব্যবহৃত কুলিং সিস্টেম-এর সবগুলোই প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি খরচ করে। পাশাপাশি এই যন্ত্রগুলোর অনেকগুলো থেকেই প্রচুর গ্রিনহাউজ গ্যাস নির্গত হয়। গতানুগতিক কুলিং সিস্টেমের এই সমস্যাগুলোর সমাধান করতে পারে লেজার কুলিং সিস্টেমটি।

গ্রিনহাউজ গ্যাস ব্যবহার করবে না, এমন এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটর তৈরিও সম্ভব একই প্রযুক্তি দিয়েই।

এমনকি কম্পিউটারের ব্যবহার এবং এর গতি যতোই বাড়ছে, ততোই প্রয়োজন বাড়ছে এর কার্যক্ষমতা অক্ষত রাখতে শক্তিশালী কুলিং সিস্টেম ব্যবহারের। সিঙ্গাপুরের বিজ্ঞানীদের তৈরি লেজার কুলিং প্রযুক্তি ব্যবহার করে আকারে আরো ছোট কম্পিউটার চিপ তৈরি করা যেতে পারে যা নিজেই নিয়ন্ত্রণ করবে তাপমাত্রা।

fernaz:
We really need it...

jas_fluidm:
thanks

Shabnam Sakia:
one of the effective application of opto electronics...very interesting

bushra:
Really helpful post. thanks for sharing.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version