Faculties and Departments > Departments

Intel will launch Internet based TV

(1/1)

nmoon:

প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল, সার্চ জায়ান্ট গুগল ও অনলাইনে পণ্য বিক্রেতা অ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতায় নামার কথা প্রকাশ করেছে ইনটেল। ইনটেলের ভাইস প্রেসিডেন্ট এরিক হুগারস প্রযুক্তি বিষয়ক ব্লগ অলথিংস ডিজিটালকে বলেন, কেব্ল অপারেটরদের মতো আমরা ভোক্তাদের সবচেয়ে ছোট বান্ডেলের কনটেন্ট দেয়ার পরিকল্পনা করেছি।

 

রয়টার্সকে হুগারস বলেন, মানুষের চাহিদার পরিবর্তন ঘটছে। আমরা মানুষের চাহিদা বুঝি। যে ধরনের অনুষ্ঠান দর্শক পছন্দ করে আমরা সেসব অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হবো।

 

এ বছরই ইন্টারনেটভিত্তিক টিভি চ্যানেলের যাত্রা শুরু করতে আশাবাদী ইনটেল। এজন্য সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে বলেও হুগারস উল্লেখ করেন।

 

ইতোমধ্যেই নিজস্ব ভার্চুয়াল টেলিভিশন সার্ভিস চালু করতে নির্দিষ্ট নেটওয়ার্কে কেব্ল ও স্যাটেলাইটের লাইসেন্সও নিয়েছে প্রতিষ্ঠানটি।

fernaz:
Interesting!

Navigation

[0] Message Index

Go to full version