৭ বছর বয়সেই ভিডিও গেইম প্রোগ্রামার!

Author Topic: ৭ বছর বয়সেই ভিডিও গেইম প্রোগ্রামার!  (Read 823 times)

Offline tany

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 401
  • Tajmary Mahfuz,Assistant Professor,Dept of GED
    • View Profile
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার হারামবি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চার্টার স্কুলের সাত বছর বয়সি শিক্ষার্থী জোরা বল বিজ্ঞানভিত্তিক ভিডিও গেইম তৈরি করে সাড়া জাগিয়েছে। ব্যালে নাচ, জুয়েল ও ভ্যাম্পায়ার চরিত্র সমন্বয়ে তৈরি গেইমটি শিশুদের উপযোগী বলে জানিয়েছে ডেইলি মেইল।
ফিলাডেলফিয়ার এসটিই মেনেসিয়াম লার্নিং একাডেমির প্রধান তারিক আল-নাসির এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আল-নাসিরের সংস্থাটি বুটস্ট্রাপ এবং এলাইস ২.০ ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বানানো। আল-নাসির জানিয়েছেন, তিনি ‘রেকেট’ নামের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উন্নয়ন করেছেন, যার মাধ্যমে সফটওয়্যারটি ব্যবহার সহজ হয়েছে।

একদিন ক্লাসে তারিক সহপাঠিদের মজা করে অংক শেখাচ্ছিলেন। একজন খেলোয়াড়, একটি লক্ষ্য এবং কিছু এড়িয়ে চলতে হবে -এ তিনটি উপাদান ব্যবহার করে শিক্ষার্থীরা প্রতিক্রিয়াশীল গেইম তৈরি করার পর তারা খেলার জন্য সেটিং তৈরি করে। এ সময়ে বিশেষ কৌশল ব্যবহার করে মোবাইল ফোনে খেলার উপযোগী পূর্ণাঙ্গ গেইম তৈরি করে জোরা। সম্প্রতি লস এঞ্জেলসে গেইমটি প্রদর্শিত হয়।
Tajmary Mahfuz
Assistant Professor
Department of GED