Faculty of Science and Information Technology > Science and Information

নকিয়ার নতুন দুটি হ্যান্ডসেট বাজারে

(1/1)

nmoon:


নকিয়া লুমিয়া ৯২০ ও নকিয়া লুমিয়া ৮২০ নামের হ্যান্ডসেট আগামী ১৪ ফেব্রয়ারি থেকে বাজারে পাওয়া যাবে।

মঙ্গলবার রূপসী বাংলা হোটেলে নকিয়া দুটি মডেলের আনুষ্ঠানিক বাজারজাতের ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নকিয়া এমাজিং কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ বলেন, নতুন এ হ্যান্ডসেট দুটি নকিয়া ইউন্ডোজ ফোন ৮ সিরিজের প্রথম হ্যান্ডসেট। এ হ্যান্ডসেটে সর্বশেষ প্রযুক্তি সমৃদ্ধ নিখুঁত ছবি তোলার সুবিধা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি থেকে এক মাস  বাংলাদেশে লুমিয়া হ্যান্ডসেট দুটি কেনায় গ্রামীণফোন গ্রাহকরা বিশেষ অগ্রাধিকার সুবিধা পাবেন। প্রতিটি স্মার্টফোনের সঙ্গে থাকবে বিশেষ বান্ডেল অফার। নির্বাচিত গ্রামীণফোন সেন্টার এবং নকিয়া স্টোর থেকে এই দুটি মডেলের যে কোন একটি কিনলেই এই বিশেষ অফার পাওয়া যাবে।

bcdas:
good news but i am not interested

Navigation

[0] Message Index

Go to full version