Faculty of Allied Health Sciences > Nutrition and Food Engineering

ধূমপানে নিষেধাজ্ঞা ‘অপরিণত শিশুজন্ম কমায়’

(1/1)

nmoon:
গত বছর স্কটিশ গবেষকদের একটি গবেষণার পর এ গবেষণাটি পরিচালনা করেছে বেলজিয়ামের হাসেল্ট বিশ্ববিদ্যালয়।

৬ লাখ শিশু জন্মের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, তিন তিন বার ৩৭ সপ্তাহের আগে শিশু জন্মহার উল্লেখযোগ্যভাবে কমেছে।প্রতিবারই এ নিম্নহার দেখা গেছে জনসমাগম এলাকায় ধূমপানে নিষেধাজ্ঞা চালু হওয়ার পর।

কিন্তু নিষেধাজ্ঞা চালুর আগে এ ধরনের প্রবণতা দেখা যায়নি।ব্রিটিশ মেডিকেল জার্নালে গবেষণার এ ফল প্রকাশিত হয়েছে।

অবশ্য ধূপমান নিষিদ্ধ হওয়াই অপরিণত শিশুজন্মহার কমে যাওয়ার একমাত্র কারণ কিনা গবেষকরা তা নিশ্চিত হতে পারেননি।

তবে ধূমপানের কারণে অনাগত শিশুর ওজন কমে এবং অপরিণত শিশু জন্ম নেয়ার ঝুঁকি বেড়ে যায় তা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে বিভিন্ন গবেষণায়।

সর্বসাম্প্রতিক নতুন গবেষণাটিতে বেলজিয়ামে প্রতিবার ধূমপানের ওপর নিষেধাজ্ঞা চালু হওয়ার পর গবেষকরা অপরিণত শিশুর জন্মহার খতিয়ে দেখেছেন।

দেশটিতে জনসমাগম এলাকা এবং বেশিরভাগ কর্মস্থলকেই ধূমপানমুক্ত করার বিধি চালু হয় ২০০৬ সালে।২০০৭ সালে একই নিয়ম চালু হয় রেস্তোরাগুলোতেও এবং ২০১০ সালে খাবার সার্ভ করা বারগুলোতে এ নিয়ম চালু হয়।

তিনবারই দেশটিতে অপরিণত শিশুজন্মহার কমতে দেখা গেছে।২০০৭ এবং ২০১০ সালে ধূমপানে নিষেধাজ্ঞার পর প্রতিবারই অপরিণত শিশু জন্মহার প্রায় ৩ শতাংশ কমতে দেখা গেছে।এতে সামগ্রিকভাবে অপরিণত শিশুর জন্ম কমেছে প্রতি ১ হাজার জনে ৬টি।

Navigation

[0] Message Index

Go to full version