Faculty of Science and Information Technology > Science and Information

ক্লাসে বীজগণিত শেখাবে ড্রোন আর রোবট

(1/1)

nmoon:


রোবট অ্যাপ স্টোরের শিক্ষাভিত্তিক শাখা রোবটসল্যাব। ইতোমধ্যেই ক্লাসরুমে ব্যবহারের জন্য ‘রোবটসল্যাব বক্স’ নামের টুল বক্স তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আর বক্সটিতে রয়েছে কথা বলা টিয়ে পাখির মতো প্যারোট ড্রোন, একটি স্ফিরো রোবটিক বল, দু’চাকার মডিউলার রোবট মোবট এবং রোবটিক হাত আর্মবট।

রোবটসল্যাব বক্সের রোবটগুলো নিয়ন্ত্রণের জন্য বক্সটির সঙ্গেই থাকবে একটি ট্যাবলেট। ট্যাবলেটটি দিয়ে রোবটগুলোকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি পড়ার বিষয়গুলো বাচ্চাদের শেখাতে রোবটগুলো যেন কাজে লাগানো যায়, সেজন্য আছে নানা ফিচার।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোবটসল্যাব সিইও ইলাদ ইনবার বলেন, ‘আমাদর উদ্দেশ্য হচ্ছে ৭ম থেকে ১২তম গ্রেডের শিশু-কিশোরদের মজা করতে করতেই জ্যামিতি, বীজগণিত আর পদার্থবিজ্ঞনের মতো কঠিন সব বিষয় শেখাতে সাহায্য করা।’

Navigation

[0] Message Index

Go to full version