Faculty of Science and Information Technology > Science and Information

ঝুঁকি কমাতে অ্যাডোবির নতুন আপডেট

(1/1)

nmoon:


অ্যাডোবি ফ্লাশ প্লেয়ারের ওই খুঁত দু’টি ব্যবহার করে অ্যাপলের ওএস টেন এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটারের ম্যালওয়্যার সংক্রমণ ঘটাতে পারতো হ্যাকাররা। অ্যাডোবির নিরাপত্তায় এই খুঁতগুলো বেশ স্পর্শকাতর হওয়ায় যতো দ্রুত সম্ভব অ্যাডোবির নতুন আপডেটটি ইনস্টল করে নেবার পামর্শ দিয়েছে সিনেট।

তবে আপডেটটি ডাউনলোড করার সময় অ্যাডোবির অফিশিয়াল পেইজ থেকে ডাউনলোড করার ব্যাপারেও পরামর্শ দিয়েছে সিনেট। অথবা কম্পিউটারের বর্তমান ফø্যাশ প্লেয়ারের আপডেট অপশন থেকেও সহজেই আপডেট করে নেয়া যেতে পারে। ফ্ল্যাশ প্লেয়ার আপডেট করার পাশাপাশি কম্পিউটারের অটোমেটিক যে ফ্ল্যাশ কন্টেন্টগুলো চলছে তার সংখ্যাটা কমিয়ে আনার পরামর্শ দিয়েছে সিনেট।

Navigation

[0] Message Index

Go to full version