Faculty of Science and Information Technology > Science and Information

মানুষের চেয়েও ভালো স্মৃতিশক্তি শিম্পাঞ্জ

(1/1)

nmoon:


জাপানী বিজ্ঞানীরা শিম্পাঞ্জিদের স্বল্পকালীন স্মৃতিশক্তির প্রমাণ দেন যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স-এর বার্ষিক সম্মেলনে। উপস্থিত বিজ্ঞানীদের অ্যায়ুমু নামের একটি শিম্পাঞ্জির ভিডিও দেখান তারা।

অ্যায়ুমুকে প্রথমে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো এলোমেলোভাবে দেখানো হয়। এরপর সংখ্যাগুলো ঠিক যে ক্রম অনুসারে দেখানো হয়েছিলো, ঠিক সেই ক্রম অনুসারেই সংখ্যাগুলোকে চিহ্নিত করতে সক্ষম হয় অ্যায়ুমু। ১ থেকে ১৯ পর্যন্ত সংখ্যাগুলোর সঙ্গেই শিম্পাঞ্জিটির পরিচয়টাও বেশ ভালোই। উর্ধগামী ক্রমঅনুসারে সংখ্যাগুলোকে চিহ্নিত করতে পারে সে।

অ্যায়ুমুকে উল্টোপাল্টা করে নয়টি সংখ্যা দেখার পর ঠিক ওই ক্রম অনুসারে সংখ্যাগুলোকে সাজাতে পারলেও খুব কম মানুষই এই কাজটি করতে পারে। যারা পারেন তাদের বেশিরভাগই ভোগেন স্যাভেন্ট সিনড্রোমে। স্যাভান্ট সিনড্রোমের শিকার ব্যক্তিদের মধ্যে এমন অতিমানবীয় ক্ষমতা থাকলেও এদের বেশিরভাগই ভোগেন একাধিক মানসিক রোগে।

স্বল্পকালীন স্মৃতিশক্তি পরীক্ষা করতে ছয়টি শিম্পাঞ্জির ওপর পরীক্ষা চালান বিজ্ঞানীরা। এর মধ্যে ছয়টি শিম্পাঞ্জিই একই রকম ক্ষমতা দেখায়। বিজ্ঞানীরা ধারণা করছেন বন্য প্রকৃতিতে টিকে থাকতে শিম্পাঞ্জিদের অনেকখানি সহযোগিতা করে এই স্বল্পকালীন স্মৃতিশক্তি।

Navigation

[0] Message Index

Go to full version