Faculty of Science and Information Technology > Science and Information

অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করবে

(1/1)

nmoon:


ফেইসবুক জানিয়েছে, সাইটটির বর্তমান প্রাইভেসি সেটিংয়ের ওপর ভিত্তি করেই টিনএজ ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে। বর্তমানে টিনএজ ব্যবহারকারীরা তাদের ‘ফেইসবুক ফ্রেন্ড’ এবং ‘ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস’-দের সঙ্গেই নিজেদের তথ্য শেয়ার করতে পারেন। পাবলিক সেটিংয়ে কোনো কিছু শেয়ার করতে পারেন না তারা।

ফেইসবুক জানিয়েছে, গ্রাফ সার্চ দিয়ে অনেক ব্যবহারকারীকে খুঁজে বের করা অনেক সহজ হলেও অপ্রাপ্ত বয়স্কদের সার্চ করে পাবেন না গ্রাফ সার্চে। উদাহরণস্বরুপ, ১৪ বছর বয়সি জেসিকার একজন ফেইসবুক বন্ধু লস এঞ্জেলসবাসী ১৩ বছরের মেরি। আর জেসিকার ফ্রেন্ড লিস্টে আছেন ৩০ বছর বয়সি জন। এখন জন যদি গ্রাফ সার্চে ‘চবড়ঢ়ষব ঁহফবৎ ঃযব ধমব ড়ভ ১৫ যিড় ষরাব রহ খড়ং অহমবষবং’ লিখে সার্চ দেন তবে সার্চ রেজাল্টে আসবে না মেরির নাম।

মূলত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যেনো গ্রাফ সার্চ দিয়ে টিনএজ ব্যবহারকারীদের খুঁজতে না পারেন, সেজন্যেই এই পদক্ষেপ নিয়েছে ফেইসবুক। এছাড়া যৌন অপরাধীরাও ব্যবহার করতে পারবেন না গ্রাফ সার্চ।

Navigation

[0] Message Index

Go to full version